X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ডিএসইতে প্রধান সূচক ২৬, সিএসইতে কমেছে ৪৮ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৮, ১৬:১০আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১৬:১০

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ২৬ দশমিক ৩৪ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৪৮ দশমিক ৩৭ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৫৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৭৫৬ কোটি ১৯ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫২৯ কোটি ১৮ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৭১০ কোটি ৯৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৮১ কোটি ৭৮ লাখ টাকা।|
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ১২ পয়েন্ট কমে এক হাজার ৩৫৭ পয়েন্টে এবং ৪ দশমিক ৭৭ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৯০ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১৯২টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো, কেয়া কসমেটিকস, নর্দার্ন জুট ম্যানুফেকচারিং, মনো সিরামিক, ইফাদ অটোস, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গ্রামীণফোন, ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, পপুলার লাইফ ইনস্যুরেন্স এবং আলিফ মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। 

সিএসই সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৬ কোটি ৮৫ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১৮ কোটি ৩৮ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪৮ দশমিক ৩৭ পয়েন্ট কমে ১০ হাজার ৮৮৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮০ দশমিক ৬৩ পয়েন্ট কমে ১৮ হাজার ১১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৬ দশমিক ৬২ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৯২  দশমিক ৬৪ পয়েন্ট কমে ১৬ হাজার ৫২২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ১৪৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো, গ্রামীণফোন, কেয়া কসমেটিকস, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইলস লিমিটেড, আইএফআইসি ব্যাঙ্ক লিমিটেড, লংকা-বাংলা ফাইন্যান্স,স্কয়ার ফার্মা এবং বিবিএস ক্যাবলস।   

/এসএসএ/
সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়