X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নিরাপত্তার স্বার্থে এলপিজি ব্যবহারকারীদের বীমার আওতায় আনার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০১৮, ২০:৫৬আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ২০:৫৯

এলপিজি (ফাইল ছবি: সংগৃহীত) তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারকারীদের বীমার আওতায় আনার পরিকল্পনা করেছে জ্বালানি বিভাগ। এ উদ্দেশ্যে রবিবার (১৫ এপ্রিল) জ্বালানি বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে সুপারিশ করা হয়।বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, জ্বালানি সচিব নাজিমউদ্দিন চৌধুরী ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, বীমা করার বিষয়ে এলপিজি বিপণনকারীদের সঙ্গে মন্ত্রণালয় পৃথক বৈঠক করবে। কোম্পানিগুলোকেই তাদের ভোক্তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। এ সময় সিলিন্ডার বিস্ফোরণের বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব (অপারেশন-২) আকরামুজ্জামান প্রতিবেদনটি উপস্থাপন করেন। প্রতিবেদনে বলা হয়, প্রত্যেকটি কোম্পানি তাদের ভোক্তাদের নিবন্ধন করে একটি ডাটাবেজ তৈরি করবে। এরপর নিবন্ধনকৃত ভোক্তাদের সংশ্লিষ্ট কোম্পানি বীমা সুবিধার আওতায় আনতে পারে। যেন গ্রাহক কোনও দুর্ঘটনার শিকার হলে তিনি ক্ষতিপূরণ পান। প্রতিবেদনে এলপিজি ব্যবহারকারীদের সতর্ক হওয়ার কথা বলা হয়েছে। এছাড়া, সিলিন্ডারের গায়ে খোদাই করে লেখা মেয়াদ দেখে কেনার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।
দুর্ঘটনার কারণ ও প্রতিকারের উপায়ের ওপর প্রচারণা চালানোর পরামর্শ দিয়ে বলা হয়, ব্যবহারকারীরে সচেতন করে তুলতে হবে। প্রতিবেদনে আরও বলা হয়, এলপিজি বোতল নির্দিষ্ট সময় পরপর পরীক্ষা করার পরামর্শ ছাড়াও আধুনিক সেফটি রেগুলেটর ব্যবহার করার কথা বলা হয়। পাশপাশি তিন বছর পরপর রেগুলেটর ও প্রতিবছর একবার হোস পাইপ পরিবর্তন করতে হবে বলেও উল্লেখ করা হয়।
জ্বালানি বিভাগ সূত্র জানায়, দেশে ৫৫টি কোম্পানিকে এলপিজি প্ল্যান্ট স্থাপন করার অনুমোদন দিয়েছে তারা।আর বিস্ফোরক অধিদফতর থেকে প্রাথমিক অনুমোদন নিয়েছে ১০০ কোম্পানি। যদিও সবগুলো কোম্পানি এখনও বিক্রি শুরু করেনি।প্রাকৃতিক গ্যাস সংকট মোকাবিলায় এলপিজির ব্যবহার বাড়াতেই এই অনুমোদন দেওয়া হচ্ছে। জ্বালানি বিভাগ বলছে, ভবিষ্যতের পাইপলাইনের মাধ্যমে আর গ্যাস দেওয়া হবে না। তাই সিলিন্ডার ব্যবহার উৎসাহিত করা হচ্ছে। বর্তমানের পাইলট প্রজেক্ট হিসেবে পরিবহনেও অটোগ্যাস (এলপিজি) ব্যবহার করা শুরু হয়েছে। এরইমধ্যে তিন কোম্পানিকে অটোগ্যাস স্টেশন নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার। এসব কারণে সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে নিরাপদ ব্যবহারকে গুরুত্ব দিচ্ছে সরকার। 

বৈঠকে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘মানুষ রান্নার কাজে বিপুল পরিমাণ এলপিজি ব্যবহার করছে।সরকারের নীতিমালার কারণে এলপিজির ব্যবহার গত নয় বছরে ৮০০ গুণ বেড়েছে।ব্যবহার বাড়লেও নিরাপত্তার সঠিক সূচক অনুসরণ করা হচ্ছে না।’ তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্য সম্প্রতি কিছু দুর্ঘটনা ঘটেছে।কোনও অবস্থাতেই একটি দুর্ঘটনাও কাম্য নয়।’  কোথাও যেন দুর্ঘটনা না ঘটে, সে জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেন তিনি।

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’