X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মোবাইল অপারেটরগুলোকে বকেয়া কর পরিশোধের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৮, ১৯:২৭আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১৯:৩৭

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া মোবাইল ফোন অপারেটরগুলোকে দ্রুত বকেয়া কর পরিশোধের নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। সোমবার (১৬ এপ্রিল) এনবিআর ভবনে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) সঙ্গে ২০১৮-১৯ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন। এ সময় কর ও ভ্যাট ফাঁকির অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে থাকা মামলাগুলোও দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান।
প্রাক-বাজেট আলোচনায় অ্যামটব মহাসচিব টি আই এম নুরুল কবির, অ্যামটবের সহসভাপতি রবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ ছাড়াও এনবিআরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনায় মোবাইল ইন্টারনেট ব্যবহারের ওপর আরোপিত ভ্যাট ও অন্যান্য ট্যাক্স প্রত্যাহারের দাবি জানিয়েছে অ্যামটব। এর বাইরে মোবাইল শিল্প বিকাশে মোট ১০টি দাবি জানিয়েছে সংগঠনটি।
সভায় অ্যামটবের পক্ষ থেকে বলা হয়, শুল্ক কমে গেলে মোবাইল অপারেটররা প্রত্যন্ত অঞ্চলে দেশব্যাপী ব্যবসা সম্প্রসারণে সক্ষম হবে। ফলে পরিকল্পিত ডিজিটাল বাংলাদেশ গঠনের কাজ আরও বেগবান হবে।
অ্যামটব মহাসচিব নুরুল কবির প্রাক-বাজেট এই আলোচনায় বলেন, বর্তমানে ইন্টারনেটের ওপর ২১ দশমিক ৭৫ শতাংশ হারে ভ্যাট, এসডি ও সারচার্জ আরোপ করা আছে। আগামী বাজেটে এই কর অব্যাহতির প্রস্তাব করছি। এ ছাড়া, ইন্টারনেট মডেমের ওপর আমদানি পর্যায়ে ৪ শতাংশ ও ক্রেতার কাছে ৪ শতাংশ হারে ভ্যাট আদায় করা হয়, যা সম্পূর্ণ মওকুফের আবেদন করছি।
এ সময় মোবাইল অপারেটরদের পক্ষ থেকে জানানো হয়, সব পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের ওপর ভ্যাট ও অন্যান্য কর মওকুফের প্রয়োজন। এই ভ্যাট তুলে দিলে সাধারণ মানুষের কাছে ইন্টারনেট সহজলভ্য হবে। এতে অপারেটরদের আয় যেমন বাড়বে, তেমনি তথ্যপ্রযুক্তির প্রসারও ঘটবে।
প্রাক-বাজেট সভায় জানানো হয়, বতর্মানে মোবাইল অপারেটরদের প্রতিটি সিম বা রিম বিক্রির জন্য ৩৬ দশমিক ৬৫ টাকা ভ্যাট এবং ৬৩ দশমিক ৩৫ টাকা সম্পূরক শুল্ক দিতে হয়, যা সম্মিলিতভাবে সিম ট্যাক্স (১০০ টাকা) নামে পরিচিত। এর বাইরে সিম প্রতিস্থাপন করতে হলে ১০০ টাকা ব্যয় করতে হয় গ্রাহককে।
আলোচনা সভায় মোবাইল ফোন বিলকে উৎসে কর আওতামুক্ত রাখা, দ্বৈতকর পরিহার, কর্পোরেট কর যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা, অমীমাংসিত ট্যাক্স আপিলের জন্য করের প্রদেয় হার কমানোর পাশাপাশি ফোরজি ফোন আমদানিতেও সুবিধা চেয়েছে সংগঠনটি।
এসব দাবির পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘পত্রিকার খবরে প্রায়ই অভিযোগ ওঠে, আপনারা কর-ভ্যাট ঠিকমতো পরিশোধ করেন না। শিগগিরি বকেয়াগুলো পরিশোধ করে দেবেন। মামলা-মোকাদ্দমাগুলোতে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে (এডিআর) আসেন। বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে মামলা ঝুলে থাকলে রাজস্ব আয় কম হয়। আপনাদেরও সুনাম নষ্ট হয়।’
ইন্টারনেট ব্যবহারের ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা অন্যান্য আইএসপিগুলোর (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) সঙ্গেও কথা বলে দেখবো। ভ্যাট প্রত্যাহারের বিষয়টি ভেবে দেখা হবে।’
আরও পড়ুন-
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না: এনবিআর চেয়ারম্যান
এলএনজি এলে শিল্পে গ্যাস সংযোগ দেওয়া শুরু হবে: তৌফিক-ই-ইলাহী

/জিএম/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া