X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আগে ছিল কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি, এখন আয়হীন কর্মসংস্থান: সিপিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৮, ২৩:৫২আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ০০:০৭

সিপিডির মিডিয়া ব্রিফিং আগে কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি থাকলেও এখন এখন আয়হীন কর্মসংস্থান হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘মোট দেশজ উৎপাদনের (জিডিপি) উচ্চতর প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ হলেও কর্মসংস্থান আরও গুরুত্বপূর্ণ। কিন্তু এখন দেশে আয়হীন কর্মসংস্থান হচ্ছে।’
মঙ্গলবার (১৭ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিপিডি আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন। ২০১৮-১৯ অর্থবছরের বাজেট নিয়ে ‘স্টেট অব দ্য বাংলাদেশ ইকোনমি ইন ২০১৭-১৮’ শীর্ষক এই মিডিয়া ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সিপিডির বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম ও গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান।
ব্রিফিংয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে চললেও তা সত্যিকার অর্থে মানুষের আয় বাড়াচ্ছে না।’ তিনি উল্লেখ করেন, প্রবৃদ্ধি, উৎপাদন, কর্মসংস্থান ও আয়— এই চারটি সূচকের মধ্যে সামঞ্জস্য না হওয়ায় দেশের যে উন্নতির কথা বলা হচ্ছে তার কোনও সুফল মানুষ পাচ্ছে না।
তিনি বলেন, ‘সরকারের হিসাব থেকে আমরা দেখছি, প্রবৃদ্ধি বেড়েছে। পাশাপাশি আমরা দেখছি, দেশের সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে। প্রবৃদ্ধি দিয়ে তো আমাদের কিছু হবে না। প্রবৃদ্ধির হার নিয়ে আমরা তর্ক-বিতর্ক করতে পারি, কিন্তু তার চেয়েও বড় বিষয় হচ্ছে, এর ফলাফলটা কী। মানুষের কর্মসংস্থান হলো কিনা, আয় হল কিনা— সেটাই বড় বিষয়।’
মানুষের প্রকৃত আয় কমে যাওয়ার পাশাপাশি বৈষম্যও বেড়েছে বলে মনে করেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয়। তার মতে, বাংলাদেশে আঞ্চলিক বৈষম্য বাড়ছে। আয় কমেছে উত্তর বাংলায়, দক্ষিণ-পূর্ব বাংলায়। এই অবস্থা থেকে উত্তরণে কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর দেন তিনি।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এতদিন আমরা উচ্চতর প্রবৃদ্ধির জন্য তাগাদা দিয়েছি। এই উচ্চতর প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ হলেও আজকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে শোভন কর্মসংস্থান। কারণ যে কর্মসংস্থানটুকু তৈরি হয়েছে, সেটুকু হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতে। সেখানে আয় কম। ফলাফলটা হলো— কর্মসংস্থানহীন প্রবৃদ্ধির বিপরীতে আমরা এখন আয়হীন কর্মসংস্থান পাচ্ছি।’
দেবপ্রিয় বলেন, প্রায় এক দশক ৬ শতাংশের বৃত্তে আটকে থাকার পর ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশ অতিক্রম করে। এরপর গত দুই অর্থবছর ধরেই প্রবৃদ্ধির হার ধারাবাহিকভাবে বাড়ছে। যে প্রবৃদ্ধি হচ্ছে, তাও সরকারি বিনিয়োগের কারণে। ব্যক্তি খাতের বিনিয়োগ গত তিন বছর ধরে প্রায় একই জায়গাতে স্থবির। তাহলে অভ্যন্তরীণ বিনিয়োগে বেসরকারি ঋণপ্রবাহ যে বাড়ছে, সেই অর্থ কোথায় যাচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি। আমদানির আড়ালে অর্থ পাচার হচ্ছে কিনা— সেটাও খতিয়ে দেখা দরকার বলে মন্তব্য করেন তিনি।
মিডিয়া ব্রিফিংয়ে ব্যাংক খাতের অব্যস্থাপনা নিয়ে উদ্বেগ জানিয়ে সিপিডির এই বিশেষ ফেলো বলেন, ‘২০১৭ সাল ছিল ব্যাংকিং কেলেঙ্কারির বছর। এবার আমার মনে হচ্ছে, ব্যাংকিং ব্যবস্থা এতিমে পরিণত হয়েছে। ব্যাংক রক্ষার দায়িত্ব যাদের, তারা এখন এতিমের ওপর অত্যাচার করছেন।’
মুদ্রানীতি ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যে সিআরআর (ক্যাশ রিজার্ভ রেশিও) কমিয়ে মুদ্রাপ্রবাহ বাড়ানোর চেষ্টারও সমালোচনা করেন দেবপ্রিয়। তিনি বলেন, ‘তারল্য ঘাটতির কথা বলে সিআরআর কমানো হচ্ছে। তারল্য ঘাটতি তো হলে একটা রোগের উপসর্গ, এটা তো রোগ না। রোগ হচ্ছে আপনি বিকলাঙ্গ ব্যাংকিং ব্যবস্থা সৃষ্টি করেছেন।’ দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে সরকারি উদ্যোগে জনগণের করের অর্থ দেওয়ার বিরোধিতাও করেন তিনি।
আরও পড়ুন-
পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান

/জিএম/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!