X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ২০, সিএসইতে বেড়েছে ২৩ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৮, ১৫:৩৮আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৫:৩৮

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ২০ দশমিক ৪৭ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ২৩ দশমিক ৬৩ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬২০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ৬২৩ কোটি ৭২ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৭৭ কোটি ৪৬ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৫৬১ কোটি ৪৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৫ কোটি ৯৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৪৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৬৫ পয়েন্টে এবং ১৩ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২০৪ পয়েন্টে।   
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১৮১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো, আল আরাফাহ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, ইবনে সিনা,  ওসমানিয়া গ্লাস  শিট ফ্যাক্টরি, কেয়া কসমেটিকস এবং স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ।

সিএসই সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪২ কোটি ৬২ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৬২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১৯ কোটি ৬২ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২৩ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৮৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪২ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৭ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৭৭  দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪৬৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ১২০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো, আল আরাফাহ ব্যাংক, ওসমানিয়া গ্লাস  শিট ফ্যাক্টরি, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং লিমিটেড, অ্যাডভান্ট ফার্মা লিমিটেড এবং স্কয়ার ফার্মা। 

 

/এসএসএ/
সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!