X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আগামী বাজেট সর্বজনীন করতে চায় এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৮, ১৮:৩৬আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৮:৪১

জাতীয় রাজস্ব বোর্ড ২০১৮-১৯ অর্থবছরের বাজেট যেন একটি সর্বজনীন বাজেট করা যায়, সে ব্যাপারে চেষ্টা চলছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ২০১৮-১৯ অর্থবছরের  প্রাক-বাজেট আলোচনায় তিনি এ তথ্য জানান।
মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘আমরা একটি বিনিয়োগ বান্ধব ও বাণিজ্যমুখী বাজেট প্রণয়নের চেষ্টা করছি। বাজেট যেন সর্বজনীন হয়, সে ব্যাপারে চেষ্টা করা হচ্ছে। এজন্য একটি কমিটি করা হয়েছে। সেই কমিটির প্রস্তাবের আলোকে বাজেট প্রণয়ন করা হবে।’
প্রাক-বাজেট আলোচনায় মোটরসাইকেল প্রস্তুতকারী  কোম্পানিগুলোর কয়েকটি সংগঠন অংশ নেয়। আলোচনায় মোটরসাইকেল উৎপাদনে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট প্রত্যাহার চেয়েছেন দেশীয় উৎপাদকরা। পাশাপাশি দেশীয় যেসব উদ্যোক্তা মোটরসাইকেল রফতানি করেন, তাদেরকে রফতানি পণ্যের ওপর ক্যাশ ইনসেনটিভ দেওয়ার  প্রস্তাব জানিয়েছে বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন (বিএএএমএ)।
এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় রাজস্ব বোর্ডের সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচার্স  অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হাফিজুর রহমান লিখিত প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা যারা মোটরসাইকেল রফতানি করি, তাদেরকে নগদ সহায়তা দেওয়া হোক। এটি অপ্রচলিত পণ্য হিসেবে তালিকাভুক্ত করে এই সুবিধা দেওয়া যায়।’ তিনি বলেন, ‘মোটরসাইকেল রফতানির ক্ষেত্রে আগামী পাঁছ বছর কর রেয়াত সুবিধার প্রস্তাব করছি। আমরা নেপালসহ কয়েকটি দেশে মোটরসাইকেল রফতানি করছি। আফ্রিকায় রফতানির চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, ‘কিন্তু এই সেক্টরে আমাদের প্রতিদ্বন্দ্বী হলো চীন। সে দেশের সরকার এই খাতে প্রণোদনা দেওয়ায় তারা ওইসব দেশের বাজার দখল করেছে। তাই আমরা বিদেশে মোটরসাইকেল রফতানির জন্য ২০ ভাগ নগদ প্রণোদনা সুবিধা প্রদানের প্রস্তাব করছি।’

এসময় এনবিআর চেয়ারম্যান বলেন, ‘মোটরসাইকেল রফতানির ক্ষেত্রে আমরা ইনসেনটিভের বিষয়ে সুপারিশ করতে পারবো। এটা আমাদের দেশের জন্য ভালো হবে।’

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতীয় শাড়ি দিয়ে কাঁথা সেলাই করা হয়েছে: প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী
ভারতীয় শাড়ি দিয়ে কাঁথা সেলাই করা হয়েছে: প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর চায় বিএনপি: ওবায়দুল কাদের
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর চায় বিএনপি: ওবায়দুল কাদের
খিলগাঁওয়ে রিকশাচালকের মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে রিকশাচালকের মরদেহ উদ্ধার
ইউনূস সেন্টার মিথ্যাচার করেছে, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর
ইউনূস সেন্টার মিথ্যাচার করেছে, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি