X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ভ্যাটের আওতা বাড়াতে হবে: এনবিআর চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৮, ১৮:০৭আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৮:০৮

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, ‘যারা কর অব্যাহতি চাচ্ছেন, তাদের মনে রাখা দরকার বাজেটে যদি শুধু ব্যবসায়ীদের কর অব্যাহতি দেওয়া হয় তাহলে সব ভ্যাট গিয়ে পড়বে গরীব মানুষের ওপর। এটা হতে পারে না। তাই ভ্যাটের আওতা বাড়াতে হবে।’ রবিবার (২২ এপ্রিল) এনবিআর ভবনে বিভিন্ন সংগঠনের সঙ্গে ২০১৮-১৯ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া (ফাইল ছবি) প্রাক বাজেট আলোচনায় অংশ নেয় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ), বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা), বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি, ফিড ইন্ড্রাস্ট্রিজ, এগ্রিকালচার মেশিনারি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ, বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্টার্চ অ্যান্ড ডেরিভেটিভস ম্যানুফ্যাকচার্সসহ ১২টি সংগঠন।

মোশারফ হোসেন বলেন, ‘রাজস্ব আয় যদি না আসে তাহলে সরকার চলবে কিভাবে। আমাদের যথেষ্ট প্রচেষ্টা থাকা সত্ত্বেও কোনও কোনও জায়গায় কিছু ভ্যাট রাখতে হবে। চাইলেও সেটা বাদ দেওয়া যাবে না। অনেক ব্যবসায়ী কোনও কোনও খাতে ভ্যাট শূন্য করে দিতে চাচ্ছেন। এটা সম্ভব হবে না। তবে বর্তমান অবস্থা থেকে কিছুটা কমানো হবে। আবার অনেক জায়গায় এটা বাড়তেও পারে।’

আলোচনায় বিটিএ’র চেয়ারম্যান মো. শাহীন আহমেদ বলেন, ‘অনেক ট্যানারি মালিক বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা পাচ্ছেন না। এদের ক্ষেত্রে কেমিক্যালসমূহ আমদানি শুল্ক হার ৫ শতাংশের বেশি হলে কর অব্যাহতির বিধান রয়েছে। এটা কমিয়ে ৩ শতাংশ করা দরকার।’

এছাড়াও বিটিএ সভাপতি বলেন, ‘দেশে খুচরা যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে বিজিএমইএ যে সুবিধা পায়, একই সুবিধা বিটিএকে দেওয়া উচিত।’ এসময় এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরিত হয়েছে। এই শিল্পকে বন্ডওয়্যার সুবিধাসহ যা যা দরকার এনবিআর আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

পোল্ট্রি ফিডের কাঁচামাল সয়াবিন মিল আমদানির ওপর ১০ শতাংশ রেগুলেটরি ডিউটি মওকুফ করার দাবি জানান ফিড ইন্ডাস্ট্রির সভাপতি মসিউর রহমান। এসময় এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আসছে বাজেটে পোল্ট্রি খাতে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।’

এগ্রিকালচার মেশিনারি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন সভাপতি আলীমুল এহছান চৌধুরী বলেন, ‘এগ্রিকালচার মেশিনারি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো কৃষিভিত্তিক শিল্প হিসেবে গণ্য করা হয় না।’ তিনি এই শিল্পকে কৃষিভিত্তিক শিল্প হিসেবে গণ্য করার দাবি জানান।

বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি এএফএম ফখরুল ইসলাম মুন্সী কৃষি শিল্পের ক্ষেত্রে করপোরেট ট্যাক্স ১৫ শতাংশ করার দাবি জানান। এছাড়াও তিনি বাৎসরিক টার্নওভারের উপর আয়কর সম্পূর্ণ অব্যাহতির দাবি জানান।

অন্যদিকে, বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির পক্ষ থেকে, তৈরি বিস্কুট, পাউরুটি, বনরুটিসহ সব ধরনের বিস্কুটকে কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়।

/জিএম/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক