X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কালবৈশাখীর তাণ্ডব: বিদ্যুৎ বিভ্রাটের কবলে রাজধানীর কয়েকটি এলাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৮, ০০:৪৬আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ০০:৫৮

কালবৈশাখী ঝড়ে তারের ওপর গাছ পড়ে রাজধানীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিভ্রাট বছরের সর্বোচ্চ গতির কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছে রাজধানীর কয়েকটি এলাকায়। প্রবল ঝড়ের সময় বেশকিছু এলাকায় বিদ্যুতের তারের ওপর গাছ পড়ে যায়। দুয়েক জায়গায় টিনের চালও উড়ে বিদ্যুতের তার বিচ্ছিন্ন করেছে। ফলে রবিবার (২২ এপ্রিল) সন্ধ্যা থেকে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। ঝড় থামলে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সরবরাহ লাইন মেরামত শুরু করলে রাত ৯টা নাগাদ বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রবিবার দিবাগত রাত ১২টা) তেজগাঁওয়ের কিছু এলাকায় এখনও বিদ্যুৎ সংযোগ ফিরে আসেনি।
জানা গেছে, আজ রবিবার এ বছরের সর্বোচ্চ গতির কালবৈশাখী ঝড়ের কবলে পড়েছিল রাজধানী ঢাকা। ঝড়ে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮৩ কিলোমিটার, যা এ বছরের সর্বোচ্চ। এই ঝড়ের তাণ্ডবে রাজধানীর ধানমন্ডি, সাতমসজিদ রোড, তেজগাঁও ও শেরে বাংলা নগরে বিদ্যুতের তারের ওপর গাছ ভেঙে পড়ে। তেজগাঁও এলাকায় একটি টিনের চালও উড়ে গিয়ে পড়ে বিদ্যুতের তারের ওপর। এর ফলে ওইসব এলাকাসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবারহ বন্ধ হয়ে যায়। কালবৈশাখী ঝড়ে তারের ওপর গাছ পড়ে রাজধানীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিভ্রাট
ঝড় কমলে ডিপিডিসির প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সরবরাহ লাইন মেরামত শুরু করে। প্রায় দুই-তিন ঘণ্টার চেষ্টায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে শুরু করে। এই পুরো সময় ওইসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তবে কিছু কিছু এলাকায় বিকল্প লাইন দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। তবে রবিবার দিবাগত রাত ১২টাতেও তেজগাঁওয়ের পূর্ব ও পশ্চিম নাখালপাড়া এলাকায় বিদ্যুৎ আসেনি।
হঠাৎ করেই বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন সংশ্লিষ্ট এলাকার মানুষ। পূর্বপ্রস্তুতি না থাকায় অন্ধকারেই থাকতে হয়েছে অনেক পরিবারকে। রাত ১১টার দিকে কথা হয় পূর্ব নাখালপাড়া এলাকার বাসিন্দা নাদিমের সঙ্গে। তিনি দোকানে এসেছেন মোমবাতি কিনতে। তিনি বলেন, ‘ঝড়-বৃষ্টি হলে কখনও কখনও বিদ্যুৎ চলে যায়। আবার কিছুক্ষণ পর ফিরেও আসে। আজকেও ভেবেছিলাম ফিরে আসবে। কিন্তু প্রায় পাঁচ ঘণ্টা হয়ে গেছে, এখনও বিদ্যুৎ আসেনি। চার্জার লাইটের চার্জ শেষ। ঘরে মোমবাতিও নেই। তাই মোমবাতি কিনতে এসেছি।’
এদিকে, একই সময়ে কোনও কোনও এলাকায় দেখা দেয় লো- ভোল্টেজের সমস্যা। মধুবাগ এলাকার মৃত্তিকা বাংলা ট্রিবিউনকে বলেন, ঝড়ের পর থেকেই লো-ভোল্টেজ দেখা দেয়। বাধ্য হয়ে সব বৈদ্যুতিক যন্ত্র বন্ধ করে রেখেছি। আইপিএস দিয়ে শুধু বাতি জ্বালিয়ে রেখেছি। কালবৈশাখী ঝড়ে তারের ওপর গাছ পড়ে রাজধানীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিভ্রাট
ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকের ঝড়টা ছিল সাংঘাতিক। এতে ডিপিডিসির মোট চারটি এলাকায় গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ঝড় শেষ হওয়ার পরপরই আমাদের প্রকৌশলীরা মেরামতের কাজ শুরু করেন। পাশাপাশি বিকল্প লাইন দিয়ে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হয়। এতে গ্রাহকদের ভোগান্তি কিছুটা হলেও কমে আসে।’
রাত ৯টা নাগাদ বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে বলে জানান বিকাশ দেওয়ান। লো-ভোল্টেজ দেখা যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এটি কারিগরি ত্রুটি। রাতের মধ্যেই সমাধান হয়ে যাবে বলে আশা করছি।’
আরও পড়ুন:
বছরের সর্বোচ্চ গতির কালবৈশাখীর কবলে রাজধানী

/এসএনএস/এআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া