X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অডিটের নামে হয়রানি বন্ধের দাবি ব্যবসায়ীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৮, ১৯:১৯আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১৯:২১

অডিটের নামে হয়রানি বন্ধের দাবি ব্যবসায়ীদের অডিটের নামে ব্যবসায়ীদের সব ধরনের হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। মঙ্গলবার (২৪ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ২০১৮-১৯ অর্থবছরে প্রাক-বাজেট আলোচনায় এই দাবি তুলে ধরেন বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান। এনবিআরের অডিট ব্যবস্থা অনলাইন ভিত্তিক করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।
আলোচনায় তৈরি পোশাকের পণ্য ও সেবায় ভ্যাট মওকুফ, গ্যাস-বিদ্যুৎ-পানির ওপর মূসক বাতিল ও রফতানিতে উৎসে কর প্রত্যাহার ও সবার জন্য সমান করপোরেট ট্যাক্স প্রণয়নের দাবি জানিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। আগামী তিন বছরে গার্মেন্টস পণ্য রফতানিতে উৎসে কর সম্পূর্ণ মওকুফের প্রস্তাব তোলা হয় সভায়। একইসঙ্গে করপোরেট কর ১০ শতাংশ হারে নির্ধারণসহ মোট ১১ দফা দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা।
বিজিএমইএ সভাপতি বলেন, ‘পোশাক খাতে তিন কোটি ডলার রফতানিতে উৎসে কর আসে দুই থেকে আড়াই হাজার কোটি টাকা। এ সোর্স ট্যাক্স (উৎসে কর) বাতিল করে দিন। পোশাকসহ সব খাতে করপোরেট কর ১০ শতাংশ হারে নির্ধারণ করুন।’
উৎসে কর শূন্য শতাংশে নামিয়ে আনার পাশাপাশি স্থায়ীভাবে উৎপাদিত রফতানি সংশ্লিষ্ট পণ্য ও ল্যাবরেটরি টেস্ট চার্জ, কনসালটেন্সি চার্জসহ ৩৯টি সেবা পণ্যের ক্ষেত্রে ভ্যাট মওকুফসহ রিটার্ন দাখিল থেকে অব্যাহতি চেয়েছে বিজিএমইএ।
এছাড়া আগামী বাজেটে প্রাতিষ্ঠানিক বা করপোরেট কর ১২ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার দাবি জানানো হয়। এর বাইরে উৎসে কর কর্তনকে সর্বনিম্ন কর বিবেচনা না করে আগের মতো চূড়ান্ত কর দায় হিসেবে গণ্য করা, গ্যাস-বিদ্যুৎ-পানির বিলে মূসক অব্যাহতি, এলইডি (লাইট এমিটিং ডায়োড) বাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়া, ফায়ার ফাইটিং পাম্প ও স্প্রিং কলারসহ অগ্নিনিরাপত্তার সব যন্ত্রপাতি শুল্কমুক্ত সুবিধায় আমদানির প্রস্তাব দিয়েছে বিজিএমইএ।
প্রতিযোগী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা, কর্মসংস্থান, রফতানি ও জাতীয় স্বার্থে পোশাক শিল্পের সক্ষমতা ধরে রাখা ও এর সুরক্ষার জন্য রফতানি বিলের ওপর শূন্য দশমিক ২ শতাংশ হারে স্ট্যাম্প শুল্ক কর্তন করা থেকে তৈরি পোশাক শিল্পকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব রাখেন বিজিএমইএ সভাপতি। এছাড়া তৈরি পোশাক শিল্পের নিরাপত্তাজনিত কার্যক্রমে ব্যবহৃত সব উপকরণ সিসি ক্যামেরা ও তার যন্ত্রাংশ, আর্চওয়ে ইত্যাদি আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার দাবি জানান তিনি।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আরও ছিলেন নিট পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রতিনিধিরা।

এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘দেশীয় পণ্য বিদেশে রফতানির ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দেওয়া হবে। সরকারের আমদানি বৃদ্ধি করতে হবে। তা না হলে উন্নয়নশীল দেশে যাওয়া সম্ভব হবে না।’

প্রাক-বাজেট আলোচনায় রফতানি মূল্যের ওপর উৎসে কর না কেটে আগামী পাঁচ বছর উৎপাদিত মূল্যের (কাটিং অ্যান্ড মেকিং) ওপর দশমিক ৫০ শতাংশ উৎসে কর নির্ধারণসহ ২২টি প্রস্তাব দিয়েছে নিট পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিকেএমইএ)। এনবিআরকে দেওয়া লিখিত প্রস্তাবে শতভাগ রফতানিমুখী শিল্পের উদ্যোক্তাদের উৎসে কর দশমিক ৭ শতাংশের সঙ্গে সংযুক্ত সারচার্জ প্রত্যাহার চেয়েছে এই সংগঠন। 

তৈরি পোশাক সংশ্লিষ্ট সব ধরনের খুচরা যন্ত্রাংশ শুল্কমুক্ত ও ভ্যাট আমদানির বিধান এবং এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) স্থাপনের জন্য আমদানি করা রাসায়নিকের শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) শূন্য শতাংশ রাখার প্রস্তাব দিয়েছে বিকেএমইএ। রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের অডিট কার্যক্রমের জন্য দলিলাদি দাখিলের সময়সীমা তিন মাসের পরিবর্তে ছয় মাসের বিধান রাখারও প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

/জিএম/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা