X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী অবস্থানে রয়েছে: কলকাতার বেঙ্গল চেম্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৮, ১৮:০১আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১৮:০৫

ডিসিসিআই ও বেঙ্গল চেম্বারের মধ্যে আলোচনা

বাংলাদেশের অর্থনীতি একটি শক্তিশালী অবস্থানে রয়েছে বলে মনে করেন ভারতের কলকাতার বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি চন্দ্র শেখর ঘোষ।

মঙ্গলবার (২৪ এপ্রিল) ডিসিসিআইতে আয়োজিত ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সঙ্গে বাংলাদেশে সফররত কলকাতার বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১৬ সদস্যের প্রতিনিধিদলের মধ্যকার বাণিজ্য আলোচনায় তিনি এ কথা বলেন।

চন্দ্র শেখর ঘোষ বলেন, ‘মাথাপিচু আয় বৃদ্ধিতে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে, যা বর্তমানে প্রায় ১৭৫২ মার্কিন ডলারে উন্নীত হয়েছে এবং এতে প্রতীয়মান হয় যে, বাংলাদেশের অর্থনীতি একটি শক্তিশালী অবস্থানে রয়েছে।’

তিনি উল্লেখ করেন, ‘মাথাপিছু আয় বৃদ্ধির ফলে বাংলাদেশের জনগণের ক্রয়ক্ষমতা বেড়েছে, যার ফলে বাংলাদেশে আরও বেশি হারে ভোগ্যপণ্যের পাশাপাশি অন্যান্য খাতে বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। বেঙ্গল চেম্বারের সভাপতি বাংলাদেশ ও ভারতের বাণিজ্য বৃদ্ধিতে আরও বেশি হারে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনার ওপরে গুরুত্বারোপ করেন।’

তিনি জানান, ভারতীয় উদ্যোক্তারা বাংলাদেশে বিশেষ করে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী। তিনি বাংলাদেশ ও ভারতের বাণিজ্য আরও বাড়াতে দুদেশের স্থলবন্দরগুলোর অবকাোমো উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপরে গুরুত্বারোপ করেন। 

এই বাণিজ্য আলোচনায় ডিসিসিআই’র সভাপতি আবুল কাসেম খান বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। তিনি দুদেশের বাণিজ্য সম্প্রসারণে বিদ্যমান প্রতিবন্ধকতা বিশেষ করে শুল্ক বিষয়ক প্রতিবন্ধকতা নিরসনের ওপর গুরুত্বারোপ করেন। আবুল কাসেম খান উল্লেখ করেন, ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ ভারতে ৬৭২.৪০৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করে। এর বিপরীতে ভারত থেকে বাংলাদেশ ৬১৪৬.২ মিলিয়ন মার্কিন ডলার পণ্য আমদানি করে। ঢাকা চেম্বারের সভাপতি বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে ডাবল হুইলার মোটরযানের চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং এখাতের পাশাপাশি টায়ার শিল্পে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন।’

ডিসিসিআই’র সভাপতি বলেন, ‘ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ একটি সুবিধাজনক স্থানে অবস্থান করছে।’ এক্ষেত্রে চীন, আসিয়ান অঞ্চলের দেশগুলো ও উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যে (সেভেন সিস্টার) পণ্য রফতানি করতে বাংলাদেশে আরও বেশি হারে উৎপাদনমুখী খাতে বিনিয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, ‘গত বছর ভারত সরকার বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য রফতানির ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের ফলে বাংলাদেশের ব্যবসায়ীরা ব্যাপক লোকসানের মুখে পড়েছে।’ তিনি এ বিষয়ে ভারতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার লক্ষ্যে উদ্যোগ গ্রহণের জন্য বেঙ্গল চেম্বারের প্রতি আহ্বান জানান। 

ডিসিসিআই সহ-সভাপতি রিয়াদ হোসেন বলেন, ‘বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী তথ্য-প্রযুক্তি খাতে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে এবং প্রযুক্তি বাংলাদেশের একটি সম্ভাবনাময় খাত।’ তিনি এ খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য বেঙ্গল চেম্বারের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

ডিসিসিআই’র পরিচালক খন্দকার রাশেদুল আহসান ভারতের ভিসা প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানান।  

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়