X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লবণাক্ত পানি সহিষ্ণু পাট আবিষ্কার করেছে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৮, ১৯:০৩আপডেট : ০৩ মে ২০১৮, ১৯:১৩

এগ্রো টেক এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মতিয়া চৌধুরী

বাংলাদেশ লবণাক্ত পানি সহিষ্ণু পাট আবিষ্কার করেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, ‘অতীতের যেকোনও সময়ের চেয়ে বর্তমানে দেশের কৃষিভিত্তিক অর্থনীতি বহুগুণে বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে সরকার লবণ সহিষ্ণু পাটের জাত আবিষ্কার করেছে।’

বৃহস্পতিবার (৩ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘ডিসিসিআই এগ্রো টেক এক্সপো-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘আমাদের উৎপাদিত পাটের ঐতিহ্য দীর্ঘদিনের, বাংলাদেশি বিজ্ঞানীরা পাটের জেনম সিকোয়েন্স আবিষ্কার করেছেন, যার মাধ্যমে আমরা পাটের স্বত্বাধিকার অর্জন করেছি।’ কৃষি খাতের পণ্য ও ব্যবহৃত প্রযুক্তির বহুমুখীকরণে এগিয়ে আসার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ‘পাট থেকে শুধু ছালা ও বস্তা উৎপাদনের ওপর নির্ভর করলে চলবে না; বরং টেক্সটাইল ও তৈরি পোশাক খাতে পাট ও পাটের পাল্প ব্যবহারের প্রক্রিয়া উদ্ভাবনে বিসিএআইআর ও পাট গবেষণা কেন্দ্রের মাধ্যমে আরও নিবিড়ভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হবে।’

তিনি জানান, ইতোমধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলে শিল্পায়নের ধারা শুরু হয়েছে এবং আশা করা যায়, আগামী ২০ বছরের মধ্যে এ অঞ্চলে একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে। সামনের দিনগুলোতে বাংলাদেশের দক্ষিণাঞ্চল কৃষি খাতের অন্যতম স্থান হিসেবে বিবেচিত হবে।’

ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান বলেন, ‘২০১৭ সালের অর্থনৈতিক সমীক্ষার তথ্য অনুযায়ী মোট জিডিপিতে সব খাদ্য প্রক্রিয়াজাত উদ্যোক্তাদের অবদান মাত্র ২ শতাংশ। অবদানের এই পরিমাণ বৃদ্ধি করতে হলে আমাদের নতুন কৃষি পণ্য উদ্ভাবন, পণ্যের গুণগত মান উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।’

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, ‘কৃষি খাত থেকেই শিল্পের কাঁচামাল উৎপাদিত হয়, তাই ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির সম্প্রসারণে কৃষির ভূমিকা অপরিহার্য।’ তিনি বলেন, ‘কৃষি খাতের আধুনিকায়ন ও নতুন নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে বর্তমান সরকার আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করছে এবং সামনের দিনগুলোতে এ ধারা আরও বৃদ্ধি করা হবে।’

ডিসিসিআই এগ্রো টেক এক্সপো-২০১৮ আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

 

/জিএম/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা