X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ডিএসইতে চীনা প্রতিষ্ঠান আসায় শেয়ারবাজারে তিন সুবিধা

গোলাম মওলা
০৬ মে ২০১৮, ০৯:৫১আপডেট : ০৬ মে ২০১৮, ১৩:৪২

ঢাকা স্টক এক্সচেঞ্জ চীনের সেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত বিনিয়োগকারী হওয়ায় দেশের শেয়ারবাজারে তিন ধরনের উপকার বা সুবিধা হবে বলে মনে করছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। শনিবার (৫র মে) বাংলা ট্রিবিউনকে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন,‘চীনের দুই প্রতিষ্ঠান সেনজেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জ কনসোর্টিয়াম ডিএসই’র কৌশলগত বিনিয়োগকারী হওয়ায় প্রথমত, শেয়ার বাজারে কারসাজি কমবে। অর্থাৎ এই দুটি প্রতিষ্ঠানই আন্তর্জাতিক স্টক এক্সচেঞ্জের সঙ্গে সম্পৃক্ত। এ কারণে এরা বাংলাদেশে শেয়ারবাজারে গর্ভনেন্সের সঙ্গে সম্পৃক্ত থাকবে। ফলে এই বাজারও  স্বচ্ছ রাখার চেষ্টা করবে। তাদের অভিজ্ঞতা দিয়ে বাজার ম্যানুপুলেশন বন্ধ হবে।’

মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘দ্বিতীয় উপকার হচ্ছে—তারা যেহেতু বিদেশি প্রতিষ্ঠান, সেহেতু তাদের দেখে এই বাজারে আরও বিদেশি প্রতিষ্ঠান আকৃষ্ট হবে। বিদেশিদের আস্থা বাড়বে। ফলে বিদেশি বিনিয়োগ বাড়বে। পাশাপাশি বিদেশি কোম্পানি তালিকাভুক্ত হওয়ার সুযোগও সৃষ্টি হবে। তৃতীয় উপকার হবে— দেশের শেয়ারবাজারের সঙ্গে সম্পৃক্তরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পাবে। ফলে বাংলাদেশের শেয়ারবাজার আর্ন্তজাতিক মানের শেয়ারবাজারে রূপ নেবে।’

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক এই চেয়ারম্যান আরও বলেন, ‘এই তিনটি উপকারের পাশাপাশি আস্থাহীন এই বাজারের প্রতি সাধারণ মানুষের আগ্রহ আবারও বাড়তে পারে।’

প্রসঙ্গত, ডিএসই’র ২৫ শতাংশ শেয়ারের মালিকানা পেয়েছে চীন। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় বৃহস্পতিবার (৩ মে) চীনের কাছে শেয়ার বিক্রির বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর আগে গত সোমবার (৩০ এপ্রিল) বিশেষ সাধারণ সভায় ডিএসই’র সদস্যরা চীনের পক্ষে সর্বসম্মতি দিয়েছিল। 

বিএসইসি’র অনুমোদনে বলা হয়, চীনের সেনজেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কাছে ডিএসই’র মোট শেয়ারের ২৫ শতাংশ, অর্থাৎ ৪৫ কোটি ৯ লাখ ৪৪ হাজার ১২৫টি শেয়ার বিক্রিতে চুক্তির অনুমোদন দেওয়া হয়। প্রতিটি শেয়ারের মূল্য ২১ টাকা। তিনটি শর্তে এই চুক্তি হবে। এক্ষেত্রে চুক্তির কার্যক্রম সিকিউরিটিজ আইন ও ২০১৩ সালের একচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইনের শর্ত অনুসারে হতে হবে। চুক্তি সইয়ের একবছরের মধ্যে তা বাস্তবায়ন করতে হবে। এছাড়া, বিএসইসি’র অনুমোদন ছাড়া চুক্তির কোনও শর্ত পরিবর্তন করা যাবে না।

এপ্রসঙ্গে ডিএসই’র সাবেক প্রসিডেন্ট বর্তমান পরিচালক ও মো. রকিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চীনের সেনজেন ও সাংহাই বিশ্বের শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানের একটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের সঙ্গে চীনের সেনজেন ও সাংহাই যুক্ত হওয়া মানে এই বাজারের প্রতি মানুষের আস্থা বেড়ে যাবে। বিদেশিদের অংশগ্রহণ বাড়বে।  শুধু শেয়ারবাজার নয়, বাংলাদেশের অন্যান্য সেক্টরেও এর ইতিবাচক প্রভাব পড়বে।’

তিনি বলেন, ‘তাদের  প্রোডাক্ট, তাদের প্রশিক্ষণ বাংলাদেশ কাজে লাগাতে পারবে। ফলে আমাদের শেয়ারবাজারের চেহারাই বদলে যাবে।’  তিনি উল্লেখ করেন, ‘আমরা আগামী ১৪ মে তাদের সঙ্গে চুক্তি করতে যাচ্ছি।’

এর আগে ডিএসই’র মালিকানার অংশীদার হতে চীনের এই জোটের পাশাপাশি ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নেতৃত্বে গঠিত একটি জোটও আগ্রহ প্রকাশ করে। তবে দর প্রস্তাবে এগিয়ে ছিল চীনের জোটটি। কিন্তু দর প্রস্তাবে পিছিয়ে থেকে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নেতৃত্বাধীন জোটটি ডিএসই’র অংশীদার হতে নানামুখী তদবির ও চাপ তৈরি করে।

ডিমিউচুয়ালাইজেশনের (মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদাকরণ) শর্ত অনুসারে ডিএসই’র ২৫ শতাংশ শেয়ার কৌশলগত বিনিয়োগকারীদের কাছে বিক্রি বাধ্যতামূলক। এ কারণে শেয়ার বিক্রির জন্য আন্তর্জাতিকভাবে দরপত্র আহ্বান করে ডিএসই। সেই দরপত্রে অংশ নেয় চীনের দুই শেয়ারবাজার সেনজেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জ এবং ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নেতৃত্বে দুই কনসোর্টিয়াম। এক্ষেত্রে চীনের প্রতিষ্ঠান ডিএসই’’র ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দরপ্রস্তাব করেছে ২২ টাকা (লভ্যাংশ সমন্বয়ের পর ২১ টাকা)।এতে ৪৫ কোটি শেয়ারের মোট মূল্য দাঁড়ায় ৯৯০ কোটি টাকা। এছাড়া, স্টক এক্সচেঞ্জের কারিগরি সহায়তার জন্য আরও ৩০৭ কোটি টাকা দেবে চীন। ফলে চীনা প্রতিষ্ঠানের অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৩০০ কোটি টাকা। অন্যদিকে, ভারতীয় প্রতিষ্ঠান প্রতিটি শেয়ারের দাম প্রস্তাব করে ১৫ টাকা। এতে শেয়ারের মূল্য দাঁড়ায় ৬৭৫ কোটি টাকা। 

এর গত ১৯ ফেব্রুয়ারি ডিএসই’র পরিচালনা পর্ষদের সভায় চীনা কনসোর্টিয়ামকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে বেছে নেওয়া হয়। 

এ প্রসঙ্গে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান বলেন, ‘বিএসইসি’র চূড়ান্ত অনুমোদন পাওয়া গেছে। শিগগিরই চীনের গঠিত জোটের সঙ্গে চুক্তি সই হবে। প্রাথমিকভাবে চুক্তির জন্য ১৪ মে সময় নির্ধারণ করা হয়েছে। তবে বিষয়টি অর্থমন্ত্রীর সময়ের ওপর নির্ভর করছে। তিনি দেশে এলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

উল্লেখ্য, চুক্তির পর চীনা কনসোর্টিয়ামটি ডিএসই’র ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার ২১ টাকা দিয়ে কিনবে।’

 

/এপিএইচ/আপ-এসটি
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া