X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পায়রাতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন

সঞ্চিতা সীতু
০৯ মে ২০১৮, ০৯:৫৭আপডেট : ০৯ মে ২০১৮, ১০:০৭

পায়রা বিদ্যুৎকেন্দ্র পটুয়াখালীর পায়রাতে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে। চীনের এনার্জি ইঞ্জিনিয়ারিং করপোরেশনের সঙ্গে যৌথভাবে এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কেন্দ্রটি  নির্মাণ করা হবে।

বিদ্যুৎ বিভাগ রাষ্ট্রীয় কোম্পানিগুলোকে মেগাপ্রকল্প বাস্তবায়নের যে নির্দেশ দিয়েছিল তারই অংশ হিসেবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন নতুন এই কেন্দ্রটি নির্মাণ করতে যাচ্ছে।

বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘আমরা এরই মধ্যে স্বল্প ও মধ্য মেয়াদী প্রকল্পের কাজ শেষ করেছি। এখন আমাদের লক্ষ্য বড় কেন্দ্র নির্মাণ করা। সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। বিভিন্ন কোম্পানিকে বিদ্যুৎ বিভাগ যে লক্ষ্য নির্ধারণ করে দিয়েছিল সেই অনুযায়ী তারা কাজ করছে।’

বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা জানান, এর আগে চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং করপোরেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এখন কেন্দ্রটির যৌথ মূলধনী কোম্পানি গঠন করা হবে। যৌথ মূলধনী কেম্পানি গঠনের পর কেন্দ্র নির্মাণ শুরু হবে। 

জানা গেছে, বিদ্যুৎ কেন্দ্রটিতে আশুগঞ্জ এবং চায়না ইঞ্জিনিয়ারিংয়ের সমান মালিকানা থাকবে। কোম্পানির বোর্ডেও দুই দেশের সমান অংশীদারিত্ব থাকবে। 

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি একজন কর্মকর্তা বলেন, সাধারণত এ ধরনের বিদ্যুৎকেন্দ্রর ব্যয় দুই বিলিয়ন ডলারে কাছাকাছি। এরই মধ্যে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। মাটি ভরাটের কাজও শেষ পর্যায়ে রয়েছে। সরকারের অনুমোদন পেলে দ্রতই যৌথ মূলধনী কোম্পানি গঠন করে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হবে। 

প্রসঙ্গত, পায়রাতে এর আগে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি এবং চীনের সিএমসি একটি এক হাজার ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। বিদ্যুৎকেন্দ্রটির ৪০ ভাগ কাজ শেষ হয়েছে। এছাড়া রুরাল পাওয়ার কোম্পানি (আরপিসিএল) আরও একটি এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। কেন্দ্রটির জন্য চীনের নরিনকো ইন্টারন্যাশনাল করপোরেশন লিমিটেডের সঙ্গে চুক্তি করার প্রক্রিয়া চলছে। 

সরকারের মাস্টার প্ল্যানে মোট বিদ্যুতের ৩৫ ভাগ কয়লা থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। এজন্য বিদ্যুৎ বিভাগের কোম্পানি গুলোকে মেগা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়। এজন্য আশুগঞ্জ পাওয়ার স্টেশনকেও একটি এক হাজার ৩২০ মেগাওয়াটের কেন্দ্র নির্মাণের লক্ষ্য দেওয়া হয়।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, এই কেন্দ্রের জন্যও চীন থেকে বিনিয়োগ আসবে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা