X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

২০ শতাংশ শ্রমিকের সম্মতিতে কারখানায় ট্রেড ইউনিয়ন গঠন করা যায়: শ্রম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৮, ২০:৪২আপডেট : ১৫ মে ২০১৮, ২০:৪৫

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক (ফাইল ছবি: সংগৃহীত) শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। তিনি বলেন, ‘বর্তমানে কোনও কারখানায় কর্মরত ২০ শতাংশ শ্রমিকের সম্মতি থাকলে সেই কারখানায় ট্রেড ইউনিয়ন গঠন করা যায়। আগে যেখানে ৩০ শতাংশ শ্রমিকের সম্মতি লাগতো।’ মঙ্গলবার (১৫ মে) রাজধানীর খাজানা গার্ডেনিয়ায় সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত এসডিজি বাস্তবায়ন ও এলডিসি-তে উত্তরণের পরিপ্রেক্ষিতে উদীয়মান শ্রম মানের চাহিদা শীর্ষক এক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘২০২৭ সালের পরবর্তী সময়ে জিএসপি প্লাস সুবিধা পাওয়ার আবেদন করতে হলে বাংলাদেশকে আইএলও’র ২৭টি কনভেনশন অনুস্বাক্ষর করতে হবে। বাংলাদেশের জিএসপি সুবিধা পেতে অসুবিধা হবে না। কেননা বাংলাদেশ ইতোমধ্যে বয়সের নিম্নসীমা সংক্রান্ত আইএলও-এর কনভেনশন ১৩৮ ছাড়া জিএসপি প্লাস এর সবগুলো কনভেনশন অনুস্বাক্ষর করেছে।’ 

মুজিবুল হক বলেন, ‘বাংলাদেশ শ্রম আইনের অধীনে ইপিজেডের বিদ্যমান শ্রম পরিদর্শন ব্যবস্থায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর যুক্ত হবে। এ জন্য বাংলাদেশ শ্রম আইন ও ইপিজেড শ্রম আইন সংশোধনের কাজ চলছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ আইএলও-এর ৩৫টি কনভেনশন অনুস্বাক্ষর করেছে যার মধ্যে ৭টি কোর কনভেনশন রয়েছে। এসডিজি বাস্তবায়নে সরকার কর্মপরিকল্পনা গ্রহন করেছে। দেশে বর্তমানে ৮ হাজার ৬৪টি রেজিষ্ট্রার্ড ট্রেড ইউনিয়ন রয়েছে যার মধ্যে শুধু গার্মেন্টসেই রয়েছে ৬৫৯টি ইউনিয়ন ২০১২ সালে যেখানে ছিল ১৩২টি । ট্রেড ইউনিয়ন রেজিষ্ট্রেশন স্বচ্ছতা ও জবাবদীহিতা নিশ্চিত করার জন্য অনলাইন সিস্টেম চালু করা হয়েছে। ২০২১ সালের মধ্যে সকল প্রকার ঝুঁকিপূর্ন শিশু শ্রম এবং ২০২৫ সালের মধ্যে সকল প্রকার শিশু শ্রম নিরসনে কার্যক্রম গ্রহন করেছে। এ লক্ষ্যে প্রায় ৩০০ কোটি টাকা ব্যায়ে একটি প্রকল্প হাতে নিয়েছে।’

সিপিডির বিশেষ ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম  মোয়াজ্জেম।  এতে আরও বক্তব্য রাখেন সিপিডির বিশেষ ফেলো ড. দেবোপ্রিয় ভট্টাচার্য, বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, আইএলও’র বাংলাদেশ প্রতিনিধি গগন রাজভান্ডারী, শ্রমিক প্রতিনিধি ডা. ওয়াজেদুল ইসলাম এবং বিল্‌স-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ।

 

/এসআই/এমএমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেনাকাটার একাল-সেকাল
অনলাইন শপিংকেনাকাটার একাল-সেকাল
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের