X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

প্রত্যেক উপজেলায় ট্যাক্স অফিস বসবে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০১৮, ১৯:৪১আপডেট : ০৪ জুন ২০১৮, ১৯:৪৩

 

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি) ট্যাক্স অফিসের সংখ্যা আগের তুলনায় অনেক বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘আগামীতে প্রত্যেক উপজেলায় ট্যাক্স অফিস বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন করতে হয়তো দুই-তিন বছর সময় লাগবে।’ সোমবার (০৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের ২০০টি উপজেলা পর্যায়ে ট্যাক্স অফিস রয়েছে। কোন লেবেল থেকে আয়কর নেওয়া হবে, সেটায় তেমন কোনও পরিবর্তন হবে না। গতবারও কোনও পরিবর্তন করিনি। এটা করার কোনও মানেই হয় না।’

ভ্যাটের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আগামী বাজেটে ভ্যাটের স্তর ৯টি থেকে কমিয়ে ৫টিতে নামিয়ে আনবো। তবে আমাদের মূল টার্গেট হচ্ছে তিন স্তরে নামিয়ে আনা। আগামী বছর এটি করা হবে। এ ক্ষেত্রে ভ্যাটের সর্বোচ্চ হার হবে ১৫ শতাংশ।’

অর্থমন্ত্রী বলেন, ‘সরকারের বাজস্ব আয় সবচেয়ে বেশি হয় ভ্যাটের মাধ্যমে। এরপরের অবস্থানেই রয়েছে আয়কর। ট্যাক্স রিটার্ন দাখিল অনেকটা হয়রানি মনে করে, অনেকেই ট্যাক্স রিটার্ন দাখিল করতেন না। কিন্তু এখন এটা আর হয়রানি নয় বলে প্রমাণিত হয়েছে।’ তিনি বলেন, ‘সাধারণ মানুষের মানসিকতার অনেক পরিবর্তন করেছে। সরকারের পক্ষ থেকে হয়রানি কমানোর জন্য কিছু আইন-কানুনও পরিবর্তন করা হয়েছে।’

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমরা লক্ষ্য নির্ধারণ করেছিলাম আয়কর রিটার্ন দাখিলকারীর সংখ্যা হবে প্রায় ১৫ লাখ। কিন্তু সেটা ইতোমধ্যে ৩৩ লাখ ছাড়িয়েছে। নতুন করদাতাদের অধিকাংশই ইয়াং পিপল। যাদের বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে।’ এবার সঞ্চয়পত্রে সুদের হার কমানো হবে বলেও অর্থমন্ত্রী জানান।

 

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা
ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
চুয়াডাঙ্গায় বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়, মোনাজাতে কান্না
চুয়াডাঙ্গায় বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়, মোনাজাতে কান্না
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ