X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সিবিএর দুইপক্ষে দ্বন্দ্ব: ওয়াপদা ভবনে সমাবেশ নিষিদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৮, ২২:৫৭আপডেট : ০৫ জুন ২০১৮, ২৩:০৮

 বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শ্রমিক-কর্মচারীদের যৌথ দরকষাকষির প্রতিনিধি সংগঠন সিবিএর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে বুধবার ওয়াপদা ভবন প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় ইফতার মাহফিল, সভা সমাবেশ, মিটিং মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

থানার চিঠি পিডিবির সিবিএ তথা জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের দুই পক্ষ একইদিনে সমাবেশ করার উদ্যোগ নিলে মঙ্গলবার (৫ জুন) পিডিবি কর্তৃপক্ষ সংঘর্ষের আশংকায় মতিঝিল থানা পুলিশের সহায়তা চায়। মতিঝিল থানা উভয়পক্ষকে সভা না করার নির্দেশনা জারি করে চিঠি দিয়েছে। মতিঝিল থানার এসআই শফিকুল ইসলাম আকন্দ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বুধবার ওয়াপদা ভবনেও কোন মিছিল মিটিং করা যাবে না।

এ বিষয়ে পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী খালিদ মাহমুদ বলেন, ‘দুইপক্ষ সভা ডেকেছিল কিন্তু অফিস খোলার দিনে এমন সভা করা যাবে না বলে অনুমতি দেওয়া হয়নি।’

পিডিবি সূত্র জানায়, বুধবার পিডিবির মতিঝিলের ওয়াপদা ভবনের সামনের চত্বরে সিবিএর দুইপক্ষ সভা আহ্বান করেছিল। এদিন সিবিএর সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া বার্ষিক সাধারণ সভা আহ্বান করেন। যাতে শ্রমিক সংগঠনটির গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব আনার কথা ছিল। অন্যদিকে, নির্বাচনের দাবিতে সংগঠনটির আরেক অংশের নেতা এক নম্বর যুগ্ম সম্পাদক চন্দন কুমার চংদার এবং শহীদ ডাকুয়া একইদিনে একইস্থানে সভা আহ্বান করেন।

এ বিষয়ে এসআই শফিকুল ইসলাম আকন্দ বলেন, ‘পিডিবি কর্তৃপক্ষই আমাদের চিঠি দিয়ে বলেছে, তারা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন। যার পরিপ্রেক্ষিতে আমরা সভা না করার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছি।’

পিডিবির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, শ্রমিক সংগঠনটির দুই গ্রুপেরই প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং সাবস্টেশন ছাড়াও অফিসে অফিসে সমর্থক রয়েছে। তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, যেকোনও মুহূর্তে সংঘাতের আশঙ্কা রয়েছে।

পিডিবি সূত্র বলছে, সবশেষ ২০১০ সালে পিডিবির সিবিএর নির্বাচন হয়েছিল। দ্বিবার্ষিক নির্বাচনের কথা ওই কমিটিই আট বছর ধরে নেতৃত্ব দিচ্ছে। এই সময়ে কোনও সাধারণ সভাও করেনি ওই কমিটি। বুধবার একসঙ্গে ২০১২, ২০১৪ এবং ২০১৬ এর সাধারণ সভা করার কথা ছিল জহির-আলাউদিন কমিটির।

এ কমিটির বিরোধিতাকারীরা বলছেন, গত ৩১ আগস্ট সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়ার চাকরির মেয়াদ শেষ হয়েছে। সভাপতি জহিরুল ইসলামের চাকরির মেয়াদও শেষ হয়। পিডিবির সিবিএর গঠনতন্ত্র অনুযায়ী অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকার সময়ও শ্রমিক সংগঠনের সদস্য থাকার বিধান নেই। গঠনতন্ত্র অনুযায়ী জহির-আলাউদ্দিন কারোরই এই শ্রমিক সংগঠনে আর থাকার কথা নয়।

এদিকে, অন্যপক্ষের যুগ্ম সম্পাদক চন্দন কুমার চংদার বলেন, সভাপতি-সম্পাদক দুজনেই অবসরে গেছেন। এখন গঠনতন্ত্র অনযায়ী তাদের আর শ্রমিক সংগঠন করার অধিকার নেই। এখন পিডিবির সবস্তরের শ্রমিক কর্মচারীরা সিবিএর নির্বাচন চাইছেন। আমরাও নির্বাচনের দাবিতে সভা আহ্বান করেছি।’

অন্যদিকে জহিরুল ইসলাম বলেন, শ্রম আইন অনুযায়ী উৎপাদনমুখী শিল্পে ৩০ ভাগ কোটা বর্তমান শ্রমিকের বাইরে থেকে নেওয়ার বিধান রয়েছে। তারা ওই বিধানের আলোকেই সংগঠন করতে পারেন। তারা গঠনতন্ত্রটিও সংশোধনের উদ্যোগ নিয়েছেন।

 

/এসএনএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!