X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ৩২, সিএসইতে কমেছে ৪৩ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৮, ১৫:৫০আপডেট : ০৭ জুন ২০১৮, ১৫:৫৩

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩২ দশমিক শুন্য ৯ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৪৩ দশমিক ৯৭ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৭৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ৪৭৪ কোটি ৩৩ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৫৪ কোটি ৪১ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪৫৬ কোটি ৪২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২ কোটি এক লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩২ দশমিক শূন্য ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৬ পয়েন্টে,ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৮৫ পয়েন্ট কমে এক হাজার ২৩৮ পয়েন্টে এবং ১৫ দশমিক ৪৭ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৯৭৮ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১৭১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আমান ফিড লিমিটেড, লিগ্যাসি ফুট ওয়্যার, ব্র্যাক ব্যাংক, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড, বেক্সিমকো, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা এবং আমরা নেটওয়ার্কস লিমিটেড।

সিএসই সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২০ কোটি ২০ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ১৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে  ২ কোটি ২৯ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪৩ দশমিক ৯৭ পয়েন্ট কমে ১০ হাজার ১২ পয়েন্টে,সিএএসপিআই সূচক ৭২ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১৬ হাজার ৫৪৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৭ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৮৫  দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ১০৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- প্যারামাউন্ট টেক্সটাইলস লিমিটেড, বেক্সিমকো, মিরাক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস, রেকিট বেনকিজার বাংলাদেশ, গ্রামীণফোন, ফরচুন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড,আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং স্কয়ার ফার্মা।

 

/এসএসএ/
সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না