X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘নারী উন্নয়নে বরাদ্দ ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৮, ১৮:০৮আপডেট : ০৭ জুন ২০১৮, ১৮:১৭

জেন্ডার বাজেট ২০১৮-১৯ সালের প্রস্তাবিত বাজেটে ৪৩টি বিভাগ ও মন্ত্রণালয়ে জেন্ডার বাজেট বরাদ্দ করা হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৭শ’ ৪২ কোটি টাকা। যা মোট বাজেটের ২৯ দশমিক ৬৫ শতাংশ এবং জিডিপির পাঁচ দশমিক চার তিন শতাংশ।

বৃহস্পতিবার (৭ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার বাজেট বক্তৃতায় এ তথ্য জানান।

মুহিত বলেন,‘নারী উন্নয়নে ২০০৯-১০ অর্থবছরে প্রথম বাজেট পেশ করা হয়। তখন এ খাতে বরাদ্দ ছিল ২৭ হাজার ২শ’ ৪৮ কোটি টাকা। যা ২০১৭-১৮ অর্থবছরে বেড়ে দাঁড়ায় ১ লাখ ১২ হাজার ১১ কোটি টাকা। এবারের জেন্ডার বাজেটকে নারীর ক্ষমতায়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধি,উৎপাদনশীলতা বৃদ্ধি, শ্রমবাজার ও আয়বর্ধক কাজে নারীর অধিকতর অংশগ্রহণ এবং সরকারি সেবা প্রাপ্তিতে নারীর সুযোগ বৃদ্ধি এই তিনখাতে ভাগ করা হয়েছে।’

তিনি বলেন,‘বাজেটে নারীর উন্নয়নে বিশেষ বরাদ্দ হিসেবে একশ’ ২৫ কোটি টাকা রাখা হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও কয়েকটি বিশেষ উদ্যোগে থোক বরাদ্দ রাখা হয়েছে। এরমধ্যে নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে একশ’ কোটি টাকা এবং নারী উন্নয়ন বিশেষ তহবিলে ২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। স্কিল ডেভেলপমেন্ট ফান্ডে গতবছরের মতো এবারও একশ’ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।’

মুহিত বলেন,‘‌‌‌নারী উন্নয়নে আমরা অসাধারণ অগ্রগতি সাধন করেছি। তবে কর্মরত নারীর সংখ্যা খুব বেশি বাড়েনি। ২০১০ সালে কর্মরত নারীর সংখ্যা ছিল ১৬ দশমিক ২ মিলিয়ন।যাদের আয় ছিল ১৮.৬ মিলিয়ন ডলার। ২০১৬ সালে এ আয় বেড়ে দাঁড়ায় ১৮.৬ মিলিয়ন ডলার। ২০১৭তেও তাই। তবে যাতে নারী শ্রমিকদের সংখ্যা বাড়ে সেজন্যে আমরা বিশেষ বিশেষ উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি। আমরা আমাদের নারীদের বিভিন্ন দেশে পাঠানোর চেষ্টা করছি।’

তিনি বলেন,‘নারী উন্নয়নে বিশ্বে আমাদের অবস্থান ৮২তম। দক্ষিণ এশিয়ায় এটি সবচেয়ে ভালো অবস্থা। ভারত,পাকিস্তান,শ্রীলংকাসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো এ ক্ষেত্রে আমাদের থেকে অনেক পিছিয়ে রয়েছে।’

 

 

/টিওয়াই/আইএ/জেএইচ/ টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি