X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বরাদ্দ ১৯ হাজার কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৮, ২০:২৮আপডেট : ০৭ জুন ২০১৮, ২০:৩৪

 



সংসদে অর্থমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এবার মোট ১৮ হাজার ৯৪৮ দশমিক ৭৪ কোটি টাকা খরচ করা হবে। ২০ মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে এই টাকা ব্যয় করা হবে।

বৃহস্পতিবার বাজেটের সঙ্গে টেকসই উন্নয়নে জলবায়ু অর্থায়ন শীর্ষক একটি আলাদা প্রতিবেদন পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ওই প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।

যেসব মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ১৮ হাজার ৯৪৮ দশমিক ৭৪ কোটি টাকা ব্যয় করা হবে সেগুলো হলো— পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়, পানিসম্পদ, কৃষি, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, গৃহায়ণ ও গণপূর্ত, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ, স্থানীয় সরকার বিভাগ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা, ভূমি, শিল্প মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সড়ক, পরিবহণ ও মহাসড়ক বিভাগ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতাকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘২০১৮-১৯ অর্থবছরের বাজেট কাঠামোতে জলবায়ু পরিব্তনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারি বাজেট প্রণয়ন প্রক্রিয়াকে জলবায়ু সংবেদনশীল করার লক্ষ্যে আগামী অর্থবছরে ২০টি মন্ত্রণালায় ও বিভাগের জলবায়ু পরিবর্তনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।’

তিনি জানান, এই প্রতিবেদন থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের মোট ব্যয়ের কত অংশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিনিয়োগ করা হচ্ছে তা সহজে জানা যাবে। এছাড়া জলবায়ু সংবেদনশীল বাজেট কাঠামো বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা প্রণয়ন করে অর্থ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওই নির্দেশিকার আলোকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’

অর্থমন্ত্রী বলেন, ‘জলবায়ু অর্থায়নে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য জলবায়ু পরিবর্তনের সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রকল্পের মিতব্যয়িতা, দক্ষতা ও ফলপ্রসূতা যাচাইয়ের জন্য ক্লাইমেট পারফরমেন্স অডিট গাইডলাইন প্রণয়ন ও সরকারি নিরীক্ষা কার্যক্রমের মূলধারায় এ ধরনের অডিটকে অন্তর্ভুক্ত করার জন্য অডিটিং স্ট্যান্ডার্ড, অডিট কোড ও পারফরমেন্স অডিট ম্যানুয়ালে প্রয়োজনীয় এজেন্ডা অন্তর্ভুক্ত করা হয়েছে।’

আরও পড়ুন:
দেশের ৯০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধাভোগী

স্কুলবাস আমদানিতে বিশেষ শুল্ক সুবিধা

হঠাৎ করে হিলি দিয়ে চালের আমদানি বেড়েছে

করমুক্ত আয়সীমা অপরিবর্তিত থাকছে

সবার জন্য পেনশনের কাজ শুরু হবে এই অর্থ বছরেই

বাজেট ২০১৮-১৯: দাম বাড়বে, দাম কমবে

বাজেট বাস্তবায়ন নিয়ে আর সবার মতো আমাদেরও ভাবনা আছে: অর্থমন্ত্রী

বাজেটে সর্বোচ্চ বরাদ্দ কৃষি ও পল্লী উন্নয়ন খাতে

মোবাইল ফোনের দাম বাড়বে, কমবে বিদেশি সফটওয়্যারের দাম

বিমানকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তরের প্রস্তাব অর্থমন্ত্রীর

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ১২ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

পদ্মা সেতুসহ ১০টি প্রকল্প মেগা প্রকল্প হিসেবে চিহ্নিত : মুহিত

মুক্তিযোদ্ধাদের জন্য ৫ হাজার টাকা বিজয় দিবস ভাতা

‘এ বছরেই পদ্মা সেতু চালু হবে’

সংসদে চার লাখ ৬৪ হাজার কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী

আজ বাজেট পেশ

বড় বাজেট, নির্বাচনের বাজেট

বড় বাজেট বাস্তবায়নে সক্ষম নয় বাংলাদেশ 

বাজেটে গুরুত্ব পাওয়া ১০ খাতের শীর্ষে পরিবহন ব্যবস্থা

বরাদ্দ পাওয়া ১০ মন্ত্রণালয়ের শীর্ষে স্থানীয় সরকার

এক হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার বরাদ্দ থাকছে বাজেটে

বিশেষ সম্মাননা ভাতা পাবেন মুক্তিযোদ্ধারা

পরিধি বাড়ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর, বাড়বে ভাতাও

 



/এসএনএস/এইচআই/
সম্পর্কিত
চূড়ান্ত বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস
জিডিপির অনুপাতে বাজেটের আকার অনেক ছোট: মির্জ্জা আজিজ
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!