X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

দুর্নীতি প্রতিরোধে গ্রাহকদের লিখিত অভিযোগের আহ্বান আরইবি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৮, ২১:৩৪আপডেট : ২৮ জুন ২০১৮, ২১:৩৬

দুর্নীতি প্রতিরোধে গ্রাহকদের লিখিত অভিযোগের আহ্বান আরইবি’র দুর্নীতি প্রতিরোধে গণশুনানির আয়োজন শুরু করেছে বাংলাদেশ পল্লী বিদুত্যায়ন বোর্ড (আরইবি)। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২ -এ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে গ্রাহকদের মৌখিক ও লিখিতভাবে মতামত ও অভিযোগ করতে জন্য অনুরোধ জানানো হয়।
আরইবি’র জনসংযোগ পরিদফতরের পরিচালক (চলতি দায়িত্ব) ঢালী ইউসুফ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতির কারণগুলো উদ্ঘাটন, সংশ্লিষ্টদের চিহ্নিতকরণ ও প্রতিকারের লক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গঠিত টাস্কফোর্সের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের সাওঘাটে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
সভায় টাস্কফোর্সের আহ্বায়ক মো. ইয়াকুব আলী পাটওয়ারী, নির্বাহী পরিচালক মো. দহিদুল ইসলাম ও প্রধান প্রকৌশলী (প্রকল্প) মো. জালাল উদ্দিন মিয়াসহ টাস্কফোর্সের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গণশুনানির সময় নারায়ণগঞ্জ পবিস-২ এর আওতাধীন বিভিন্ন এলাকায় দুর্নীতি, হয়রানি এবং অভিযোগ রয়েছে— এমন গ্রাহক এবং বিদ্যুৎ সংযোগ প্রত্যাশীরাসহ সমিতির সাবেক পরিচালকরা উপস্থিত ছিলেন। এ সময় ইয়াকুব আলী পাটওয়ারী বলেন, ‘দুর্নীতির কারণগুলো উদ্ঘাটন,সংশ্লিষ্টদের চিহ্নিতকরণ এবং প্রতিকার বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন।এজন্য  গ্রাহকরা শুধু বক্তব্য রাখলেই চলবে না। তাদেরকে মৌখিক ও লিখিত মতামতও দিতে হবে।’

নির্বাহী পরিচালক দহিদুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকারের আমলে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারিত হওয়ায় আজ বাপবি বোর্ডের গ্রাহক সংখ্যা দুই কোটি ৩০ লাখ।’ পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে দুর্নীতিমুক্ত করতে তিনি জনগণের সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত সাধারণ জনগণ তাদের বক্তব্যে বলেন, বিগত সময়ের চেয়ে দুর্নীতির ব্যাপকতা বর্তমানে অনেকাংশেই কমে গেছে। তারপরও কিছু দালাল রয়েছে, যারা পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের সুনাম নষ্ট করছে। সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরার মাধ্যমে দালালদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়। টাস্কফোর্সের আহ্বায়ক গ্রাহকদের মৌখিক অভিযোগ শোনেন এবং নির্ধারিত ফরমে তাদের লিখিত অভিযোগ ও পরামর্শ গ্রহণ করেন।

 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
কৃষিজমির উপরিভাগ কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
কৃষিজমির উপরিভাগ কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি