X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সিঙ্গেল ডিজিট সুদে ঋণ দিলে নীতিগত সহায়তা দেবে কেন্দ্রীয় ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৮, ২০:১৫আপডেট : ০২ জুলাই ২০১৮, ২২:১৩

বাংলাদেশ ব্যাংক যে সব ব্যাংক সিঙ্গেল ডিজিট সুদে ঋণ দেবে, সেগুলো বিভিন্ন ধরনের  সুবিধা পাবে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নীতিগত সহায়তা দেবে। সোমবার (২ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ব্যাংকগুলোর এমডিদের এই আশ্বাস দেন। সভা শেষে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান।

প্রসঙ্গত, ব্যাংকার্স সভায় ব্যাংকিং খাতের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হলেও গুরুত্ব পায় সিঙ্গেল ডিজিটে ঋণ দেওয়ার বিষয়টি।

বৈঠকে জানানো হয়, মুক্তবাজার অর্থনীতির নিয়ম ভেঙে সুদ হার কমানো বিষয়ে বাংলাদেশ ব্যাংক কোনও নির্দেশনা দেবে না। ব্যাংকগুলোকেই বাস্তবায়ন করতে হবে।

ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের বক্তব্য হলো—সুদের হার সিঙ্গেল ডিজিটে আনার সিদ্ধান্ত বাণিজ্যিক ব্যাংকের। এ কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোকেই ভূমিকা রাখতে হবে। দেশ ও অর্থনীতির স্বার্থে এটা করতে হবে। এটা করতে গিয়ে যেন কোনও বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। সে দিকেও খেয়াল রাখতে বলেছে।’

ঢাকা ব্যাংকের এমডি আরও বলেন, ‘সুদের হার সিঙ্গেল ডিজিটে আনতে গিয়ে কোনও সমস্যা হলে বাংলাদেশ ব্যাংক দেখবে। প্রয়োজনে ঋণ-আমানত অনুপাতসীমা কিছুটা লঙ্ঘন হলেও বাংলাদেশ ব্যাংক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। অনেকটা নমনীয় থাকবে।’

ঋণে সুদ সিঙ্গেল ডিজিটে আসতে সময় লাগলেও বাস্তবায়ন হবে বলে মন্তব্য করে সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘অধিকাংশ ব্যাংক সিঙ্গেল ডিজিটে ঋণ দেওয়ার ব্যাপারে ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। এখন আমানত কম সুদে না পেলেও সিঙ্গেল ডিজিটে ঋণ দেওয়ার ব্যাপারে সচেষ্ট থাকবে ব্যাংকগুলো। ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। তবে কনভেনশনাল ব্যাংকের ক্ষেত্রে আগের আমানত যে সুদ নির্ধারণ করে চুক্তি আছে, সেভাবেই থাকবে। ফলে আগের ঋণও আগের হারেই হিসাবায়ন হবে।’

শুধু দুই-একটি খাতে সিঙ্গেল ডিজিটে আসবে, নাকি সব খাতে—এমন প্রশ্নে এবিবি’র চেয়ারম্যান বলেন, ‘সুদ সিঙ্গেল ডিজিটে আনার দায়িত্ব স্ব-স্ব ব্যাংকের। কারণ, প্রতিটি ব্যাংকের বোর্ড আলাদা। তারা কে কোন খাত দিয়ে শুরু করবে, সেটা তাদের বিষয়।’ সিঙ্গেল ডিজিটে আসতে সময় লাগতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘সময় লাগলেও আমরা করবো। আর সরকারি প্রতিষ্ঠানের আমানত চাইলে তো এখন পাবো না। সরকারি প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নির্দেশনা আসতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে।’

৬ শতাংশ সুদে আমানত না পেলে কিভাবে সিঙ্গেল ডিজিট সুদে ঋণ দেবে—এমন প্রশ্নের জবাবে এবিবি’র চেয়ারম্যান বলেন, ‘৮ শতাংশ সুদে কেউ আমানত নিয়ে ৯ শতাংশ সুদে ঋণ বিতরণ করতে চাইলেও করতে পারে।’  

এর আগে বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের (বিএবি) ঘোষণা অনুযায়ী, গত ১ জুলাই থেকে তিন মাস মেয়াদি আমানতের সর্বোচ্চ সুদের হার হবে ৬ শতাংশ আর ঋণের সুদহার হবে ৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা ছাড়াও সব ব্যাংকের এমডিরা উপস্থিত ছিলেন।

 

/জিএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি