X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ডিএসইতে প্রধান সূচক ৪৯, সিএসইতে কমেছে ৮৪ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৮, ১৬:০০আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১৬:০৪

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৪৯ দশমিক ২৪ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৮৪ দশমিক ৬৩ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬৬৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৮২৭ কোটি ১৫ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬২৭ কোটি ৮৮ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৭৮৪ কোটি ৭৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৫৬ কোটি ৮৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ দশমিক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ দশমিক ২৪ পয়েন্ট কমে এক হাজার ২৩৬ পয়েন্টে এবং ২১ দশমিক ২৯ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৮৯৪ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১৯৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৩টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-হলো-বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, রতনপুর স্টিল রি-রোলিং লিমিটেড, মনো সিরামিক, লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড, আজিজ পাইপস, ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইলস লিমিটেড এবং ফার্মা এইড।

সিএসই সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩৫ কোটি ৯৪ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৬ কোটি ৬৬ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৮৪ দশমিক ৬৩ পয়েন্ট কমে ৯ হাজার ৮২৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৩৭ দশমিক ৭৯ পয়েন্ট কমে ১৬ হাজার ২৫২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১২ দশমিক ১৮ পয়েন্ট  কমে ১২ হাজার ১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১০৫  দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭২০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ১৩৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, বেক্সিমকো, আর.এ.কে. সিরামিকস লিমিটেড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রতনপুর স্টিল রি-রোলিং লিমিটেড, লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড, কেয়া কসমেটিকস, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্ট্যাশন লিমিটেড।

 

/এসএসএ/
সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, রাশিয়ায়ও চেষ্টা করেছে’
আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রধান ম্যাককিনি‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, রাশিয়ায়ও চেষ্টা করেছে’
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
তৃতীয় ওয়ানডেশ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার