X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ডিএসইতে প্রধান সূচক ৩৫, সিএসইতে বেড়েছে ৭০ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৮, ১৫:৪১আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১৫:৪৪

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩৫ দশমিক ৯৫ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৭০ দশমিক ২০ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৮০৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬৬৩ কোটি ৮২ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭৪১ কোটি ২২ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬২৭ কোটি ৮৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১১৩ কোটি ৩৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩০৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে এক হাজার ২৪৫ পয়েন্টে এবং ৮ দশমিক শূন্য ৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৯০২ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৭টির, কমেছে ৮৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৩টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-বসুন্ধরা পেপার মিলস লিমিটেড,মনো সিরামিক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড, লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড,লিমিটেড,রতনপুর স্টিল রি-রোলিং লিমিটেড,আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড।

সিএসই সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৬৩ কোটি ৩২ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৫ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ২৭ কোটি ৩৮ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৭০ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৮৯৩ পয়েন্টে,সিএএসপিআই সূচক ১০৯ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩৬১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার শূন্য ৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৮  দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৩৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ৬৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড,রতনপুর স্টিল রি-রোলিং লিমিটেড,শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড,সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেক্সিমকো, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড, লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড, রংপুর ফাউন্ডারি লিমিটেড এবং প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস।

/এসএসএ/
সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন স্থগিত
রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন স্থগিত
জলাবদ্ধতা নিরসনে কাউন্সিলরদের মাঠে থাকার নির্দেশ মেয়র তাপসের
জলাবদ্ধতা নিরসনে কাউন্সিলরদের মাঠে থাকার নির্দেশ মেয়র তাপসের
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
রংপুরে খেজুর বিক্রি নিয়ে চলছে তেলেসমাতি কারবার
মান নিয়ে প্রশ্ন, নেই প্রতিকাররংপুরে খেজুর বিক্রি নিয়ে চলছে তেলেসমাতি কারবার
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার