X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শ্রমিক কল্যাণ তহবিলে মেঘনা পেট্রোলিয়াম ও ডিএসই-এর সোয়া ২ কোটি টাকা জমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৮, ২০:১০আপডেট : ১০ জুলাই ২০১৮, ২০:১২



মেঘনা পেট্রোলিয়াম ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেক হস্তান্তর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে মেঘনা পেট্রোলিয়াম ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত একবছরের লভ্যাংশ থেকে ২ কোটি ২৩ লাখ ৮২ হাজার ১৯৮ টাকা জমা দিয়েছে। মঙ্গলবার (১০ জুলাই) সচিবালয়ে সরকারি প্রতিষ্ঠান দু’টির প্রতিনিধিরা শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের হাতে এই চেক হস্তান্তর করেন।
মেঘনা প্রেট্রোলিয়াম লি.- এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং) আহমেদ শহীদুল হক ০১ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ৯৯১ টাকা এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আল আমিন রহমান ৬৭ লাখ ২৮ হাজার ২০৭ টাকার চেক নিজ নিজ কোম্পানির পক্ষে প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
চেক হস্তান্তর শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘ফাউন্ডেশন তহবিল থেকে এ পর্যন্ত আমরা অসহায় শ্রমিকদের ২৪ কোটি সহায়তা দিয়েছি। বর্তমানে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রায় ৩০৫ কোটি টাকা জমা রয়েছে।’
প্রতিমন্ত্রী লাভজনক বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে শ্রম আইন মেনে লভ্যাংশের নির্দিষ্ট অংশ এ তহবিলে জমা দেওয়ার করেন। তিনি বলেন, ‘সবাই শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের নির্দিষ্ট অংশ জমা দিলে আর কোনও শ্রমিক অসহায় থাকবে না। ’
এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান বলেন, ‘শ্রমিক কল্যাণ তহবিলে সহায়তার আবেদন প্রেরণ ও গ্রহণ অনলাইনে করা যাবে। সহায়তার অর্থ মোবাইল ব্যাংক একাউন্টের মাধ্যমে দেওয়া যাবে। সফটওয়ার তৈরির কাজ চলছে এবং শগগিরই রূপালী ব্যাংকের শিওর ক্যাশের সঙ্গে চুক্তি করা হবে।’
শ্রম সচিব বলেন, ‘এ কাজটি সম্পন্ন হলে শ্রমিকরা খুব সহজে দ্রুত সহায়তা পাবেন। একাজে আরও স্বচ্ছতা আসবে। এতদিন একাজটি ম্যানুয়ালি করার কারণে অনেক সময় লাগতো এবং জটিলতা তৈরি হতো।’
অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আওয়ালসহ মন্ত্রণালয়, মেঘনা প্রেট্রোলিয়াম লি. এবং ঢাকা স্টক এক্সক্সচেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৬ সালের শ্রম আইন (২০১৩ সালে সংশোধিত) অনুযায়ী, ২ কোটি টাকার বেশি মূলধনী প্রতিষ্ঠানের একবছরের নিট লভ্যাংশের মধ্যে চার শতাংশ অর্থ নিজ কোম্পানির শ্রমিকদের জন্য বরাদ্দ থাকে। বাকি এক শতাংশের অর্ধেক প্রতিষ্ঠানের নিজস্ব শ্রমিক কল্যাণ তহবিলে বাকি অর্ধেক শ্রম মন্ত্রনালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দিতে হয়। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণে অর্থ সহায়তা দেয় সরকার।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়