X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ডিএসইতে প্রধান সূচক ২০, সিএসইতে কমেছে ৭৪ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৮, ১৬:০৩আপডেট : ১২ জুলাই ২০১৮, ১৬:০৫

ডিএসই ও সিএসই
সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ২০ দশমিক ৩৩ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৭৪ দশমিক শূন্য ৮ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৯০১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ১১৭৩ কোটি ৮৫  লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৮৫২ কোটি ৯৭ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ১১১৫ কোটি ২৯ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৬২ কোটি ৩২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫৮ পয়েন্টে,ডিএসইএস বা শরীয়াহ সূচক শূন্য দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে এক হাজার ২৬৭ পয়েন্টে এবং ৮ দশমিক ৫৬ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৯০৬ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ২২২টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, কেডিএস এক্সেসরিজ, বিবিএস ক্যাবলস, মনো সিরামিক, লিগ্যাসি ফুট, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড এবং দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড।

সিএসই সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪৮ কোটি ১৭ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৫৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১০ কোটি ৩৯ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৭৪ দশমিক শূন্য ৮ পয়েন্ট কমে ৯ হাজার ৯৯৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১২৩ দশমিক ৬৮ পয়েন্ট কমে ১৬ হাজার ৫১৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১০ দশমিক ৬৩ পয়েন্ট কমে ১২ হাজার ২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২১৯  দশমিক ৫৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৭১০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ১৮১টির এবং কোনও পরিবর্তন হয়নি  ১৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, কেডিএস এক্সেসরিজ, দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড, শাশা ডেনিমস লিমিটেড, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, এইচ.আর.টেক্সটাইল মিলস লিমিটেড, বেক্সিমকো, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড এবং বিডি থাই।

 

/এসএসএ/
সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
হলমার্কের এমডি তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
হলমার্কের এমডি তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
পদোন্নতি পেলেন বিএনপির তিন নেতা
পদোন্নতি পেলেন বিএনপির তিন নেতা
নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা গেলো নটিংহ্যাম ফরেস্টের
নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা গেলো নটিংহ্যাম ফরেস্টের
আজকের আবহাওয়া: সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস 
আজকের আবহাওয়া: সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস 
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা