X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা জরুরি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৮, ১২:২৪আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৪:২৫





বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান (ছবি: সংগৃহীত) ভারতের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি রয়েছে, দুদেশের স্বার্থে তা কমিয়ে আনা জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের সীমানা অনেক বড়। কিন্তু দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি বিশাল। গত বছর বাংলাদেশ ভারত থেকে ৫ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের বেশি আমদানি করেছে। এই বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে।’


শনিবার (২১ জুলাই) বিকালে বিজিএমইএ ভবনে বাংলাদেশ বিজিএমইএ নেতাদের সঙ্গে ভারতের সুতা ও কাপড় রপ্তানিকারকদের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা বলেন সিদ্দিকুর রহমান।
বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বৈঠকে বাংলাদেশি ব্যবসায়ী দলের প্রতিনিধিত্ব করেন। অপরদিকে ভারতীয় প্রতিনিধি দলের প্রধান হিসেবে ছিলেন– কটন টেক্সটাইল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের চেয়ারম্যান উজ্জল লাহতি। তার সঙ্গে ছিলেন ভারতীয় দূতাবাসের কর্মকর্তা শিতন নর্ডন কার্গেলও।

বিজিএমইএ সভাপতি আরও বলেন, ‘বাংলাদেশ থেকে ভারতে রফতানির ক্ষেত্রে বন্দর, পণ্য পরীক্ষা ও বকেয়াসহ যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো দূর করা না গেলে দুই দেশের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে।’ তিনি বলেন, ‘সুতা, ফেব্রিক্সসহ পোশাক তৈরির গুরুত্বপূর্ণ উপকরণগুলোর ৫০ ভাগই ভারত থেকে আমদানি করে বাংলাদেশ। বিপরীতে বাংলাদেশ মাত্র ২৭৯ মিলিয়ন ডলারের পোশাক রফতানি করে ভারতে। রফতানির ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় বাংলাদেশি ব্যবসায়ীদের। বিশেষ করে বেনাপোল-পেট্রোপোল বন্দরে শুল্ক জটিলতা, ভারতীয় বন্দরে বাংলাদেশি পণ্য পরীক্ষার সনদ গ্রহণ না করা এবং ভারতীয় আমদানিকারকদের কাছে অর্থ বকেয়া থাকা বড় ধরনের সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে এসব সমস্যার সমাধান জরুরি।’

/জিএম/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী