X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ঢাকা-জাকার্তা সরাসরি বিমান চালুর প্রস্তাব ঢাকা চেম্বারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৮, ২১:৪৭আপডেট : ২৩ জুলাই ২০১৮, ২১:৫২

 

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোমারনোকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়

ঢাকা ও জাকার্তার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর প্রস্তাব করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সোমবার (২৩ জুলাই) বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোমারনোর সঙ্গে বৈঠকে এ প্রস্তাব করেন ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাসেম খান।

ডিসিসিআই ভবনে হওয়া এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন ডিসিসিআইয়ের সহ-সভাপতি রিয়াদ হোসেন, মহাসচিব এএইচএম রেজাউল কবির এবং ইন্দোনেশিয়ার দূতাবাসের কাউন্সিলর (ইকোনেমিক অ্যাফেয়ার্স) ইনগ্রিদ রোজালিনা।

বৈঠকে আবুল কাসেম খান বলেন, ‘মুসলিম ভাতৃপ্রতীম দুদেশের মধ্যকার বাণিজ্য সম্প্রসারণে আকাশপথে সরাসরি ঢাকা ও জাকার্তার মধ্যকার যাত্রী ও পণ্য পরিবহনে বিমান চালু অত্যন্ত জরুরি, যার মাধ্যমে দুদেশের মধ্যে যোগাযোগে সময় বাঁচবে ও ব্যবসা পরিচালনায় ব্যয় কমবে।’এসময় তিনি বাংলাদেশের সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন, জাহাজ নির্মাণ ও মেশিনারিজ খাতে বিনিয়োগের জন্য ইন্দোনেশিয়ার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশের কৃষি খাতের উন্নয়ন ও পণ্য বহুমুখীকরণ এবং বাংলাদেশের আভ্যন্তরীণ পর্যটন খাতের বিকাশ ও দক্ষ জনবল তৈরিতে ইন্দোনেশিয়ার সহযোগিতাও কামনা করেন আবুল কাশেম খান।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোমারনো ঢাকা ও জাকার্তার মধ্যকার সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করে বলেন, ‘এ ব্যাপারে দুদেশের সরকারি পর্যায়ে উদ্যোগ গ্রহণ করা আবশ্যক।’ তিনি বাংলাদেশ থেকে হালাল পণ্য রফতানির জন্য ইন্দোনেশিয়ার পক্ষ থেকে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
রিনা পি সোমারনো জানান, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সইয়ের একটি খসড়া তৈরি করা হয়েছে। তিনি ইন্দোনেশিয়া থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির জন্য সরকার ও বেসরকারি খাতের প্রতিনিধিবৃন্দকে আহবান জানান।
বাংলাদেশের সমুদ্রসম্পদ ও সমুদ্র অর্থনীতির সম্ভাবনা কাজে লাগানোর জন্য দুদেশের একযোগে কাজ করা উচিত বলেও মন্তব্য করেন ইন্দোনেশীয় রাষ্ট্রদূত।

 

/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া