X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ফের কমলো সোনার দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৮, ২০:২৪আপডেট : ২৮ মে ২০২৩, ১৮:২৭

সোনা

ফের কমানো হলো সব ধরনের সোনার দাম। সব ধরনের প্রতি গ্রাম সোনার ক্ষেত্রে ১০০ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল সোমবার (৬ আগস্ট) থেকে এই দাম কার্যকর হবে। সংগঠনটির তথ্য অনুযায়ী, শুক্রবার থেকে প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৪ হাজার ৭০ টাকা। রবিবার (৫ আগস্ট) এই সোনা বিক্রি হয়েছে প্রতি গ্রাম ৪ হাজার ১৭০ টাকা। এর আগে গত ২০ জুলাই দাম কমিয়েছিল বাজুস। তখন প্রতি গ্রাম সোনার দাম কমিয়েছিল ১০০ টাকা।

আর নতুন দাম অনুযায়ী ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের  সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৪৭ হাজার ৪৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৪৫ হাজার ১৯৮ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার ১২৪ টাকা।

বাজুস জানায়, তবে সনাতন পদ্ধতির  সোনার দাম অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানিয়েছে জুয়েলার্স মালিকদের সংগঠনটি। অর্থাৎ সনাতন পদ্ধতির সোনার দাম থাকছে ভরিপ্রতি ২৭ হাজার ৫৮৫ টাকা। এছাড়াও ভরিপ্রতি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম থাকছে ১ হাজার ৫০ টাকা।

এ প্রসঙ্গে বাজুস সভাপতি গঙ্গাচরণ মালাকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আন্তর্জাতিক বাজারে  দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এ বছর এর আগে আরও তিনবার সোনার দাম কমানো হয় বলেও জানান তিনি।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে  যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতভাবে সোমবার (৬ আগস্ট) থেকে সোনার নতুন দাম কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোমবার থেকে সারা দেশে প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনা বিক্রি হবে ৪ হাজার ৭০ টাকা। একইভাবে ২১ ক্যারেট, ১৮  ক্যারেট, সোনার দামও প্রতি গ্রামে ১০০ টাকা কমে পাওয়া যাবে। ৬ আগস্ট থেকে প্রতি গ্রাম ২১ ক্যারেট সোনা বিক্রি হবে ৩ হাজার ৮৭৫ টাকা। প্রতি গ্রাম ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৩ হাজার ৪৪০ টাকা। তবে সনাতন পদ্ধতির সোনা প্রতি গ্রাম বিক্রি হবে আগের দামেই। অর্থাৎ প্রতি গ্রাম সোনার দাম পড়বে ২ হাজার ৩৬৫ টাকা। এদিকে রবিবার প্রতি গ্রাম ২১ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ৩ হাজার ৯৭৫ টাকা। প্রতি গ্রাম ১৮ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ৩ হাজার ৫৪০ টাকা। সনাতন পদ্ধতির সোনা প্রতি গ্রাম বিক্রি হয়েছে ২ হাজার ৪৬৫ টাকা।

/জিএম/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা