X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দ্রুত এগুচ্ছে পায়রা বিদ্যুৎকেন্দ্রের কাজ, পিছিয়ে সঞ্চালন লাইন

সঞ্চিতা সীতু, পায়রা থেকে ফিরে
১৫ আগস্ট ২০১৮, ২০:১৯আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১২:৩৬

পায়রা বিদ্যুৎকেন্দ্র দ্রুত এগুচ্ছে পায়রায় একহাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ। ইতোমধ্যে প্রায় ৫০ ভাগ শেষ হয়েছে। তবে এখনও সঞ্চালনের জন্য সাবস্টেশন নির্মাণ কাজ শুরু করতে পারেনি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. (পিজিসিবি)। তারা বলছে, পানির পরিমাণ বেশি থাকায় কাজের গতি কমে গেছে। তবে টাওয়ার বসানোর কাজ চলছে দ্রুতগতিতে। পাশাপাশি  সঞ্চালনের বিকল্প হিসেবে ট্রান্সফরমার বসাচ্ছে পিজিসিবি।

পায়রা বিদ্যুৎকেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রথম ইউনিটের সঙ্গে দ্বিতীয় ইউনিটের কনক্রিটিং, কুলিং টাওয়ার, চিমনি, জেটি নির্মাণসহ অন্য সব অবকাঠামো নির্মাণের কাজ চলছে। কেন্দ্রের প্রথম ইউনিটের বয়লার হাউজের মূল ইস্পাত কাঠামোর ৮৬ মিটারের মধ্যে ৮৪ দশমিক ৫ মিটারের কাজ শেষ হয়েছে।

প্রকল্পর অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ‘বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড’-এর (বিসিপিসিএল) সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ‘আমার প্রথম ও দ্বিতীয় ইউনিট মিলিয়ে একসঙ্গে হিসাব করি।  এতে প্রকল্পের সার্বিক অগ্রগতি ৫০ ভাগের মতো। আর এককভাবে প্রথম ইউনিটের হিসাব করলে দেখা যাবে অগ্রগতি ৭০ ভাগের কাছাকাছি।’

ভৌত অগ্রগতি সম্পর্কে জাহিদুল ইসলাম বলেন, ‘৮৬ মিটারের মূল বয়লার হাউজের মধ্যে ৮৪ শমিক ৫ মিটারের কাজ শেষ হয়েছে। ছয়টা কোল ইয়ার্ডের মধ্যে প্রথম ইউনিটের সঙ্গে চারটির কাজ শেষ করা হবে। এরইমধ্যে একটির কাজ শিগগিরই শেষ হবে। বিদ্যুৎ উৎপাদনের জন্য কুলিং টাওয়ারের পাইলিং শেষ হয়েছে। নদী থেকে পানি আনার জন্য পাইপ লাইন বসানো হয়ে গেছে। এখন পাম্প বসানোর কাজ চলছে। চলছে বিদ্যুৎকেন্দ্রের জন্য স্থায়ী জেটি নির্মাণের কাজ। যেখানে বিদ্যুৎকেন্দ্রের কয়লা খালাস হবে।’

আগামীবছরের এপ্রিলের মধ্যে এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটটি উৎপাদনে আসতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নির্দিষ্ট সময়ের মধ্যেই বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদন শুরু করবে বলে আশা করা হচ্ছে। বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসার সঙ্গে সঙ্গে সঞ্চালন লাইন শেষ হলেও চালু হবে না গোপালগঞ্জ সাবস্টেশন। বিদ্যুৎ বিভাগ থেকে ইতোমধ্যে পিজিসিবিকে এ বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে।

এ বিষয়ে পিজিসিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পায়রা থেকে গোপালগঞ্জের সঞ্চালন লাইন করতে ৪৩৪টি টাওয়ার স্থাপন করতে হবে। ৩২০টি টাওয়ারের বেজমেন্ট তৈরি ও ১০টি টাওয়ার স্থাপনের কাজ শেষ। পানির পরিমাণ বেশি থাকায় কাজ কিছুটাতে শ্লথ গতিতে চলছে। তিনি জানান, এছাড়া আপদকালীন সময়ের বিকল্প হিসেবে যদি কোনও কারণে বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ উৎপাদন শুরু হয়ে যায় অথচ সঞ্চালন লাইনের কাজ শেষ না হয়, সেক্ষেত্রে পায়রায় পিজিসিবির যে সাবস্টেশন আছে, সেখানে একটি ৪০০/১৩২ কেভি ক্ষমতার ট্রান্সফরমার বসাবো। এটি হলে যে বিদ্যুৎ উৎপাদন হবে, তা ১৩২ কেভি ভোল্টেজে বিদ্যুৎ সরবরাহ করা যাবে। যার মাধ্যমে বরিশাল, পটুয়াখালীসহ আশেপাশের এলাকায় বর্তমানে যেসব লাইন (১৩২ কেভি লাইন) আছে পিজিসিবির তার মাধ্যমেই প্রাথমিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা যাবে। এরপর সঞ্চালন লাইন পুরো তৈরি হয়ে গেলে এই বিদ্যুৎই তখন ৪০০ কেভি ভোল্টেজে নতুন লাইন দিয়ে নিয়ে আনতে পারবো।

এ বিষয়ে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মাসুম আল বেরুনী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা দ্রুত গতিতে কাজ করে যাচ্ছি। সঞ্চালন লাইনের আগেই যদি বিদ্যুৎকেন্দ্র চলে আসে সেক্ষেত্রে বিকল্প ট্রান্সফরমারও বসানো হচ্ছে। ফলে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।’

এই কেন্দ্র ছাড়াও পায়রায় আরও একটি একহাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে।এছাড়া জার্মানির সিমেন্সের সঙ্গে এনডব্লিউপিজিসিএল আরও ৩ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে।এখানে ১০০ মেগাওয়াটের সৌর ও ৫০ মেগাওয়াটের বায়ু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। সব মিলেয়ে ৬ হাজার ৩৯০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে এই এলাকা থেকে।

প্রসঙ্গত, চীনের আর্থিক সহায়তায় বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। চীনের এক্সিম ব্যাংক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ঋণ দিয়েছে। তবে চীন ও ইউরোপীয় বিনিয়োগ মিলিয়ে পায়রায় মোট ৯৬ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে।

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন