X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নেট মিটারিংয়ে প্রণোদনা দেবে সরকার: জ্বালানি উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০৪


সেমিনারে ড. তৌফিক ই ইলাহী চৌধুরী প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বলেছেন, ‘সরকার প্রয়োজনে নেট মিটারিং পদ্ধতিতে প্রণোদনা দেবে। নতুন এই পদ্ধতিতে গ্রাহককে উৎসাহিত করতে বিকল্প চিন্তা হিসেবে এই উদ্যোগ নেওয়া হতে পারে। এজন্য বিদ্যুৎ বিতরণকারী কোম্পানিকে ২ মাসের মধ্যে ২০টি করে নেট মিটারিং গ্রাহক তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।’
শনিবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে নেট মিটারিংয়ের সম্ভাবনা এবং বাস্তবায়ন জটিলতা নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। ফোরাম ফর এনার্জি রিপোর্টাস অব বাংলাদেশ (এফইআরবি) এবং সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্স অ্যাসেসিয়েশন অব বাংলাদেশ (এসএমএমএবি) যৌথভাবে  সেমিনারের আয়োজন করে।
উপদেষ্টা বলেন, ‘নতুন এই পদ্ধতি শুরু করতে অনেকে নানা চিন্তা করছেন। কিন্তু উদ্যোক্তা ছাদ ব্যবহার করলে সৌরবিদ্যুৎ উৎপাদনে ৪০ ভাগ ব্যয় সাশ্রয় হবে। এখানে জমির কোনও ব্যয় লাগবে না। আবার তিনি যখন বিদ্যুৎ পাবেন তখন গ্রিডের দামে বিদ্যুৎ পাবেন। আবার ছুটির দিনে তিনি পুরো বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করতে পারবেন। আমরা অনেক জায়গাতে সৌরবিদ্যুৎ উৎপাদন করতে চেয়েছি। এর মধ্যে বিমানবন্দরে সৌরবিদুৎ উৎপাদন করলে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে। কিন্তু সিভিল এভিয়েশন এতে আপত্তি জানিয়েছে। আমরা তাদের বলেছি দিলি­ বিমানবন্দরে এ ধরনের সৌরবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তারা দেখে এসেছে। আশা করি তারা আমাদের প্রস্তাবে রাজি হবে।’

সেমিনারে ড. তৌফিক ই ইলাহী চৌধুরী উপদেষ্টা বলেন, ‘আমাদের একই জমির নানামুখী ব্যবহার করতে হবে। ধানের জমির ওপরও সোলার এবং সবজি চাষের উদ্যোগ নেওয়া যেতে পারে। ব্যবসায়ীদের এ ধরনের উদ্যোগ নিতে তিনি আহ্বান জানান। আমরা পশ্চিম এবং পূর্বকে কাজে লাগাতে চাই। আমাদের এখানে যখন সূর্যের আলো থাকে না তখন গুজরাট থেকে সৌরবিদ্যুৎ উৎপাদন করে আনা সম্ভব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বলেন, ‘নতুন বিদ্যুৎ সংযোগে সোলার যুক্ত করার প্রক্রিয়া ব্যর্থ হয়েছে। এর দায় ব্যবসায়ীদের। আমরাতো আর সোলার প্যানেল ভাড়া দেয়নি বিদ্যুৎ সংযোগের জন্য।’ এখন নেট মিটারিংয়ের এই উদ্যোগকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করার সুযোগ নিতে আহ্বান জানান তিনি।
এফইআরবির নির্বাহী পরিচালক সদরুল হাসানের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান অরুণ কর্মকার। এতে দু’টি মূল প্রবন্ধের একটি উপস্থাপন করেন এসএমএমএবি’ র প্রেসিডেন্ট মনোয়ার মিজবাহ মঈন এবং অন্যটি উপস্থাপন করেন ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক শাকিলা আজিজ।

 

/এসএনএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়