X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এসডিজি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ২৩ সেপ্টেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৮

 আইসিএমএবি’র আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) বিষয়ক আইসিএমএবি আন্তর্জাতিক সম্মেলন ২০১৮ আগামী ২৩ সেপ্টেম্বর রবিবার ঢাকায় অনুষ্ঠিত হবে। রাজধানীর কাওরানবাজারস্থ প্যানপেসিফিক সোনারগাঁও হোটেলে দিনব্যাপী অনুষ্ঠিত হবে এই সম্মেলন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী  জনাব আবুল মাল আবদুল মুহিত উপস্থিত থাকবেন। সম্মেলনে বিভিন্ন সেক্টরের যথা প্রাইভেট, পাবলিক, মাল্টিন্যাশনাল, শিক্ষা, এনজিও, দাতাসংস্থা, বৈদেশিক দূতাবাসগুলোর প্রায় ৪শত উচ্চপদস্থ কর্মকর্তা অংশ নেবেন।  বুধবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর নীলক্ষেতে আইসিএমএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান আইসিএমএবি’র প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম।  

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ জাতিসংঘ প্রণীত এমডিজি লক্ষমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে, যার ফলে দেশটি মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এরই ধারাবাহিকতায় জাতিসংঘ ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণপূর্বক টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা হাতে নিয়েছে, যা ২০৩০ সালের মধ্যেই অর্জন করতে প্রতিটি দেশ প্রতিশ্রুতিবদ্ধ।

দারিদ্র্য, ক্ষুধা, সু-স্বাস্থ্য, গুণগত শিক্ষা, বৈশ্বিক উষ্ণতা, লিঙ্গ সমতা, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, সাশ্রয়ী ও পরিচ্ছন্ন শক্তি, নগরায়ণ, পরিবেশ ও সামাজিক ন্যায় বিচারসহ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়কে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উন্নীত হতে চায়। তাই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশটি তার পলিসি প্রণয়নে পরিবর্তন এনেছে। বাংলাদেশ সরকার ইতোমধ্যে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় (২০১৬-২০২০) এসডিজিগুলো  অন্তর্ভুক্ত করেছে।

উল্লেখ্য, সরকার আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে ৪১টি মন্ত্রণালয় ও বিভাগকে এসডিজি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে। ২০১৮ সালের এসডিজি ইনডেক্স ও ড্যাসবোর্ড রিপোর্টিংয়ে বাংলাদেশ পূর্ববর্তী বছরের চেয়ে একধাপ এগিয়ে ভারতকে পেছনে ফেলে ১১১তম স্থান লাভ করেছে।

পেশাগত হিসাববিদরা এসডিজিস-এর লক্ষ্যগুলো বাস্তবায়নে সরাসরি মুখ্য ভুমিকা পালন করছে বিধায় বাংলাদেশ সরকারের উন্নয়নের অংশীদার হিসেবে ‘দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি), যা বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন হিসাববিজ্ঞান বিষয়ের পেশাগত প্রতিষ্ঠান, এসডিজি বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে।

সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে—‘অ্যাচেভিং সাসটেইনাবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজিস) চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’।  সম্মেলনে ৬টি টেকনিক্যাল সেশনে ইউএনডিপি, জিআরআই, আইআইআরসিসহ প্রতিনিধিসহ ৪০ জন বিশেষজ্ঞ ১৮টি প্রবন্ধ উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে আইসিএমএবি’র নির্বাহী পরিচালক মো. মাহবুব উল আলম ও পরিচালক নাজমুছ সালেহীন উপস্থিত ছিলেন।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া