X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জিপিএস-ভিত্তিক অ্যাপ চালু করতে ডিপিডিসি’র ধীরগতি

সঞ্চিতা সীতু
২১ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩২

ডিপিডিসি রাজধানীর বনশ্রীর বাসিন্দা রঞ্জন (ছদ্ম নাম) গত ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েন। ওই রাতে ১২টা ৪৩ মিনিট থেকে ১টা ২২ মিনিট পর্যন্ত টানা ৪০ বার ডিপিডিসি’র (বনশ্রী) অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে ফোন করেন তিনি। একটানা রিং হলেও ফোনটি রিসিভ করেননি কেউ। এই গ্রাহক অভিযোগ করেন, অভিযোগ কেন্দ্রের মোবাইল সচল থাকলেও যদি সেটা না ধরা হয়, তাহলে কেন ফোনটি রাখা হয়েছে।

এই বাস্তবতায় ডিপিডিসি বলছে, ঢাকার বিদ্যুৎ  গ্রাহকদের অভিযোগ শুনতে, তার সমাধান এবং উন্নত সেবা দিতে, জিপিএস-ভিত্তিক কাস্টমার কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে যাচ্ছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি)। এই সিস্টেমের মাধ্যমে অভিযোগের হালনাগাদ তথ্য, টেকনিক্যাল টিমের নাম, মোবাইল নম্বর, টেকনিক্যাল টিমের গতিবিধি, আনুমানিক দূরত্ব ও সময় ট্র্যাক করা যাবে। তবে এটি এখনও পরিকল্পনা আর স্বপ্নের বেড়াজালে ঘুরপাক খাচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীতে পাঠাও, উবার, ওভাই এবং সহজ ডট কমের রাইড শেয়ারিং চালু হয়েছে। সুতরাং ডিপিডিসি’র এই পরিকল্পনা বাস্তবায়নও এমন কোনও জটিল বিষয় নয়। আর গ্রাহকরা বলছেন,  ঘরে বসে যদি রাইড শেয়ারিং অ্যাপসে মোটরসাইকেল বা গাড়ি ডাকা যায়, তাদের গতি পর্যবেক্ষণ করা যায়, তাহলে ডিপিডিসি কেন জিপিএস চালু করতে দেরি করছে।

ডিপিডিসি’র নির্বাহী পরিচালক হারুন-অর-রশীদ বলেন,‘জিপিএস সিস্টেমের বিষয়ে আমাদের প্ল্যানিং বিভাগ কাজ শুরু করেছে। এই প্রকল্প চালু করতে আরও কয়েকমাস সময় লাগবে। ডিপিডিসি ইতোমধ্যে মোবাইলের মাধ্যমে গ্রাহকের অভিযোগ নেওয়া ও সমাধানের সিস্টেম চালু করেছে।

ডিপিডিসি সূত্র জানায়, নতুন এই সিস্টেমটি হচ্ছে জিপিএস-ভিত্তিক অ্যাপ। এই সিস্টেমের মাধ্যমে ডিপিডিসি’র গ্রাহকরা নিজ নিজ এলাকায় নিয়োজিত সংস্থাটির টেকনিক্যাল টিমের গাড়ির অবস্থান, রিয়েল টাইমে পর্যবেক্ষণ করতে পারবেন এবং যেকোনও অভিযোগ জানাতে পারবেন। শুধু অভিযোগই নয়, এই অ্যাপ-এর সাহায্যে গ্রাহক তার অভিযোগের হালনাগাদ তথ্য, টেকনিক্যাল টিমের নাম, মোবাইল নম্বর, টেকনিক্যাল টিমের গতিবিধি, আনুমানিক দূরত্ব, সময় ট্র্যাক করতে পারবেন। গ্রাহককে প্রতি মুহূর্তে তার অভিযোগের হালনাগাদ তথ্য এসএমএসসের মাধ্যমে জানানো হবে।  একটি সেন্ট্রাল জিপিএস সিস্টেমের মাধ্যমে ডিপিডিসি’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তা মনিটরিং করতে পারবে। পাশাপাশি গ্রাহক তার মতামতও দিতে পারবেন।

ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, ‘এই সিস্টেমের মাধ্যমে একদিকে গ্রাহক যেমন  অভিযোগ করতে পারবেন, তেমনি অভিযোগ সমাধানের পথ আরও সহজ হবে। মোবাইলে অ্যাপ নামিয়ে নিয়ে  গ্রাহকরা অভিযোগ করতে পারবেন। সেই অভিযোগের সমাধানে কী কী উদ্যোগ নেওয়া হচ্ছে, তাও দেখতে পারবেন তারা।

ডিপিডিসি বলছে, এখন যেভাবে মোবাইল ফোনে রাইড শেয়ারিং অ্যাপ ডাউনলোড করে গাড়ি ডাকা যায়,  একইভাবে কাজ করবে জিপিএস বেইজড কাস্টমার কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেমও। গ্রাহক তার মিটার নাম্বার দিয়ে অভিযোগ জানাতে পারবেন। দেখতে পারবেন তার অভিযোগের সমাধান করতে তার বাড়ির দরজায় কীভাবে আসছে ডিপিডিসি’র কারিগরি দল। কেবল যে বাড়িতে বসেই অভিযোগ করতে হবে, তা নয়। গ্রাহক বাড়িতে থাকলেও অ্যাপটি ব্যবহার করে গুগলে তার বাড়ির অবস্থান দিয়ে দিলে অভিযোগের সমাধান করতে চলে আসবে ডিপিডিসি’র কারিগরি দল। তবে এসবই স্বপ্ন, যা ভবিষ্যতে বাস্তবায়ন হওয়ার কথা।  

নিয়মানুযায়ী অভিযোগ করার পর গ্রাহকের ঠিকানায় ডিপিডিসি’র কারিগরি দল ছুটে যাওয়ার কথা।বর্তমান বাস্তবতা হচ্ছে, অভিযোগ করেও ডিপিডিসি’র কাছে তাৎক্ষণিক কোনও সুরাহা পান না গ্রাহকরা।  

আরও পড়ুন- এলএনজি সরবরাহের ওপর নির্ভর করছে গ্যাসের দাম

/এপিএইচ/আপ-এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন