X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণে প্রথম দেশি প্রতিষ্ঠান, দ্বি-পাক্ষিক চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৮, ১৮:৫৫আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৮:৫৮





 গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) এবং জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়

হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ কাজে প্রথমবারের মতো দেশি দুই প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত যৌথ উদ্যোগকে নিয়োজিত করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)। ময়মনসিংহের ভালুকা হতে গাজীপুরের শ্রীপুর পর্যন্ত ৩২ কিলোমিটার দীর্ঘ ১৩২ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করবে যৌথভাবে এনএন বিল্ডার্স লিমিটেড ও কনফিডেন্স স্টিল লিমিটেড।


বৃহস্পতিবার (১১ অক্টোবর) পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) এবং উক্ত জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আল বেরুনী, নির্বাহী পরিচালক (ওএ-এম) মো. এমদাদুল ইসলাম, নির্বাহী পরিচালক (এইচআরএম) মো. শাফায়েত হোসেন, প্রধান প্রকৌশলী (প্রকল্প মনিটরিং) অরুণ কুমার সাহা, প্রকল্প পরিচালক মো. রুব্বাতুল ইসলামসহ উভয়পক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পিজিসিবিরর পক্ষে কোম্পানি সচিব মো. আশরাফ হোসেন এবং যৌথ উদ্যোগ প্রতিষ্ঠানের পক্ষে এনএন বিল্ডার্সের পরিচালক আনারুল ইসলাম চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আল বেরুনী দেশি প্রতিষ্ঠান বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের সুযোগ পাওয়ার বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা চাই আরও দেশি প্রতিষ্ঠান তাদের দক্ষতা বাড়ানোর মাধ্যমে পিজিসিবির সঞ্চালন লাইন নির্মাণে এগিয়ে আসুক।’
অনুষ্ঠানে জানানো হয়, সঞ্চালন লাইনটি নির্মাণের লক্ষ্যে পিজিসিবি উন্মুক্ত দরপত্র আহ্বান করলে দেশি এ যৌথ প্রতিষ্ঠান কারিগরিভাবে যোগ্যতা অর্জন করে এবং সর্বনিম্ন দর দাখিল করে। এর আগে বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণে বিদেশি প্রতিষ্ঠানগুলোর ওপরই নির্ভর করতে হতো।
চুক্তি অনুযায়ী, আগামী ১৫ মাসের মধ্যে ৩২ কিলোমিটার দীর্ঘ ভালুকা-শ্রীপুর ডবল সার্কিট সঞ্চালন লাইন নির্মাণ করে পিজিসিবির কাছে হস্তান্তর করবে জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠান। এ লাইন নির্মাণে উচ্চ ক্ষমতার এসিসিসি কন্ডাক্টর (তার) ব্যবহার করা হবে। এ কাজে ব্যয় হবে প্রায় ৫৮ কোটি টাকা।
শ্রীপুরে সরকারি বিআর পাওয়ার জেন লিমিটেড ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। এই কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ ভালুকা গ্রিডে আনতে নতুন সঞ্চালন লাইনটি নির্মাণ করা হচ্ছে। ডিপোজিট ওয়ার্ক হিসেবে পিজিসিবি এই লাইন নির্মাণের ব্যয় বিআর পাওয়ার জেন লিমিটেডেরর কাছ থেকে পাবে।

/এসএনএস/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!