X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সঞ্চয়পত্রে সরকারের ঋণ ২ লাখ ৪৬ হাজার কোটি টাকা

গোলাম মওলা
১৬ অক্টোবর ২০১৮, ২০:২০আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ২০:৪৩

সঞ্চয়পত্র বাজেটের ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র খাতে সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে দুই লাখ ৪৬ হাজার ৮২৪ কোটি টাকা। এরমধ্যে  ২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে সরকার সঞ্চয়পত্র থেকে নিট ঋণ নিয়েছে চার হাজার ২১ কোটি টাকা। এর আগের মাস জুলাইতে সরকার সঞ্চয়পত্র বিক্রি করে নিট ঋণ নেয় ৫ হাজার ৩৬ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।  

বাংলাদেশ ব্যাংকের হিসাবে গত অর্থবছরে (জুলাই-জুন) বিক্রি হয়েছে ৭৮ হাজার ৭৮৪ কোটি টাকার সঞ্চয়পত্র। এর আগের অর্থ বছরে ২০১৬-১৭ বিক্রি হয়েছিল ৭৫ হাজার ১৩৪ কোটি ৭৩ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে মোট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ছয় হাজার ৭৩২ কোটি টাকা। একমাস আগে জুলাইতে বিক্রি হয় ৮ হাজার ২২৯ কোটি ৬১ লাখ টাকার সঞ্চয়পত্র।

সূত্র জানায়, মূলত দু’টি কারণে সবাই সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছেন। প্রথমত, গ্রাহকদের কাছে অর্থের উৎস জানতে চাওয়া হয় না। দ্বিতীয়ত, সঞ্চয়পত্রের সুদের হার যেকোনও আমানতের সুদের হারের চেয়ে অনেক বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আগস্ট মাসে সঞ্চয়পত্রের মূল ও সুদ পরিশোধে সরকারের ব্যয় হয়েছে দুই হাজার ৭১১ কোটি টাকা। এর মধ্যে শুধু সুদ পরিশোধে গেছে এক হাজার ৭১৫ কোটি টাকা। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে মূল ও মুনাফা পরিশোধে ব্যয় হয়েছে তিন হাজার ১৯৩ কোটি টাকা।

অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক আমানতের সুদহার নিম্নমুখী ও ব্যাংকের প্রতি এখন মানুষের আস্থা ক্রমেই কমে যাচ্ছে। এ কারণে কয়েক বছর ধরে নিরাপদ বিনিয়োগের আশায় সঞ্চয়পত্রে ঝুঁকছেন সঞ্চয়ীরা।

এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হলমার্ক কেলেঙ্কারীর পর থেকে ব্যাংক খাতে একের পর এক কেলেঙ্কারির ঘটনা ঘটছে। এ কারণে ব্যাংকের প্রতি এখন মানুষের আস্থা কমে গেছে। এছাড়া বর্তমানে সঞ্চয়পত্রের চেয়ে কম সুদে ব্যাংকগুলো আমানত নিচ্ছে। এ কারণেও সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছেন সবাই।’

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, এই অর্থবছরের প্রথম দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ৯ হাজার ৫৭ কোটি টাকা। যা মোট লক্ষ্যমাত্রার ৩৪ দশমিক ৫৭ শতাংশ। গত অর্থবছরের প্রথম দুই মাসে সঞ্চয়পত্র থেকে সরকার নিট ঋণ নিয়েছিল ৯ হাজার ২৮ কোটি টাকা। এ হিসেবে আগের বছরের একই সময়ের তুলনায় বিক্রি বেশি হয়েছে ২৯ কোটি টাকা।

প্রসঙ্গত, ২০১৮-১৯ অর্থবছরের বাজেটের ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র বিক্রি থেকে ২৬ হাজার ১৯৭ কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের নিট বিক্রি হয়েছে এক হাজার ৩৭৪ কোটি টাকার। পরিবার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে একহাজার ২২৯ কোটি টাকার। পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ৩৫৩ কোটি টাকার।

বিদায়ী অর্থবছরের(২০১৭-১৮) শেষ মাস অর্থাৎ জুনে সঞ্চয়পত্র থেকে সরকার নিট ঋণ নিয়েছে তিন হাজার ১৬৬ কোটি টাকা। ২০১৭ সালের মে মাসে সরকার এই খাত থেকে নিট ঋণ নিয়েছিল তিন হাজার ৩০০ কোটি টাকা, এপ্রিলে নিয়েছিল তিন হাজার ৩৫৪ কোটি টাকা। মার্চে তিন হাজার ৫৮৯ কোটি টাকা নিট ঋণ নেয় সরকার। ফেব্রুয়ারিতে নিট ঋণ নেয় চার হাজার ১৫৬ কোটি টাকা। জানুয়ারিতে ছিল পাঁচ হাজার ১৩৯ কোটি টাকা।

জানা গেছে, তিন বছর ধরে ধরে সঞ্চয়পত্রের সুদহার ১১ শতাংশের ওপরে রয়েছে। পাঁচ বছর মেয়াদি পেনশন সঞ্চয়পত্রের সুদের হার ১১ দশমিক ৭৬ শতাংশ। পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্রের সুদের হার ১১ দশমিক ৫২ শতাংশ। পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের সুদের হার ১১ দশমিক ২৮ শতাংশ এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের সুদের হার ১১ দশমিক শূন্য ৪ শতাংশ। সর্বশেষ ২০১৫ সালে মে মাসে সব ধরনের সঞ্চয়পত্রের সুদহার গড়ে ২ শতাংশ করে কমানো হয়।

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!