X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রশিদপুর ক্যাটালাইটিক রিফরমিং ইউনিট তৈরিতে সময় ও খরচ বাড়ছে

সঞ্চিতা সীতু
২৩ অক্টোবর ২০১৮, ২১:৩৯আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ২১:৪৫

 

রশিদপুর গ্যাস ফিল্ড রশিদপুর ক্যাটালাইটিক রিফরমিং ইউনিট প্রকল্পটি নির্ধারিত পাঁচ বছরে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শুরু করতে না-পারায় নির্মাণ সময় বাড়ছে। ২০১২ সালে রশিদপুর গ্যাসক্ষেত্রের কনডেনসেটকে পেট্রোলে রূপান্তর এবং ওই অবস্থা থেকে অকটেনে পরিণত করতে ক্যাটালাইটিক রিফরমিং ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পর কাজ ২০১৭ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এখনও বলা হচ্ছে, আগামী বছর জুনে শেষ হতে পারে প্রকল্পটি। ফলের সময় বাড়ার সঙ্গে সঙ্গে ব্যয়ও বাড়ছে।

সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বৈঠকে বলা হয়েছে, ঠিকাদার কোম্পানি দু’টির মধ্যে দেশীয় কোম্পানির গাফিলতি রয়েছে। এজন্য সংশ্লিষ্টদের প্রতি কঠোর নির্দেশে দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান।

প্রসঙ্গত, কনডেনসেট গ্যাসক্ষেত্র থেকে পাওয়া পেট্রোলিয়াম জাতীয় পদার্থ।যা প্রক্রিয়া করে বিভিন্ন জ্বালানি তেল এবং পেট্রেলিয়াম পণ্য তৈরি করা হয়। দেশে পেট্রোলের যে চাহিদা রয়েছে, তার পুরোটাই আসে কনডেনসেট প্রক্রিয়াকরণ থেকে। পেট্রোলের চেয়েও হালকা জ্বালানি হিসেবে বিবেচনা করা হয় অকটেনকে। যা গাড়ির ইঞ্জিনকে ভালো রাখে। সংশ্লিষ্টরা বলছেন, এ জন্যই পেট্রোলকে অকটেনে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়।

প্রাথমিকভাবে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৩৫৪ কোটি ১৩ লাখ টাকা। এখন তা বেড়ে হয়েছে ৪৯৭ কোটি ৯৮ লাখ টাকা। প্রকল্প সমন্বয় বৈঠকে বলা হয়, প্রকল্পটি ২০১৭ সালের জুনের মধ্যে শেষ করার কথা থাকলেও এখন তা বাড়িয়ে ২০১৯ সালের জুন পর্যন্ত সময় ঠিক করা হয়েছে।

রশিদপুরে দৈনিক তিন হাজার ব্যারেল ক্ষমতা সম্পন্ন ক্যাটালাইটিক রিফরমিং ইউনিট প্রকল্প নির্মাণ করা হলে দেশের বাজারে অকটেনের দামও কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এছাড়া এই প্রকল্পে উৎপাদিত পেট্রোলকে ৯৫ ভাগের বেশি অকটেনে রূপান্তর করা যাবে। পেট্রোবাংলার নিজস্ব তহবিল থেকে এটি বাস্তবায়ন করা হচ্ছে।

দেশে বর্তমানে বছরে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন অকটেন প্রয়োজন। আর দৈনিক চাহিদা দুই হাজার ৭৫৬ ব্যারেল।এ প্রকল্প বাস্তবায়িত হলে পুরো চাহিদা এখান থেকেই মেটানো সম্ভব।

এদিকে, জ্বালানি বিভাগ জানায়, রশিদপুর কনডেনসেট ফ্রাকশনেশন প্ল্যান্ট থেকে প্রকল্প সাইট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার ৪ ইঞ্চি ব্যাসের মোটর স্পিরিট পাইপলাইন স্থাপনের কাজ শেষ হয়েছে।পাইপলাইনগুলোর মধ্যে নাইট্রোজেন দিয়ে প্রেসারাইজড করা হচ্ছে। ইক্যুইপমেন্ট ফাউন্ডেশনের ২৩৮টি পাইলিং শেষ হয়েছে। ১৬২টি মিটার সারফেস ড্রেন নির্মাণ শেষ হয়েছে। ২টি কালভার্ট নির্মাণ শেষ। রাস্তার কাজ চলমান। গত ২৩ আগস্ট পাইপ ও পাইপ ফিটিংসের ৪০ ভাগ মালামাল সিঙ্গাপুর থেকে জাহাজিকরণ করা হয়েছে।

প্রকল্পটি দেরিতে বাস্তবায়িত হওয়ার কারণ সম্পর্কে বলা হচ্ছে, ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মোট ৪ চার বার দরপত্র আহ্বান করা হয়। প্রস্তাবিত দরপ্রস্তাব ভালো মনে না হওয়ায় পরপর চার বার দরপত্র আহ্বান করা হয়। সর্বশেষ ২০১৬ সালের জুন মাসে দরপত্র আহ্বান করা হয়। সেখানে ইন্দোনেশিয়ার কোম্পানি পিটিআইকেএল জাকার্তা, ইন্দোনেশিয়া ও দেশের বেসরকারি প্রতিষ্ঠান এনার্জি প্যাকের যৌথ দরপ্রস্তাব সর্বনিম্ন দর প্রস্তাব দিয়ে মনোনিত হয়। এরপর ২০১৭ সালের জানুয়ারি মাসে এসে চুক্তি স্বাক্ষর করা হয়। চুক্তি স্বাক্ষরের পর ডিসেম্বর মাস পর্যন্ত তাদের সময় যায় নকশা ঠিক করতেই। এরপর কাজ শুরু হয় ২০১৮ সালের জানুযারি থেকে।

প্রকল্প পরিচালক মো. সোয়েব বলেন, ‘একটু অন্য ধরনের প্ল্যান্ট হওয়ার কারণেই দরপত্রে উপযুক্ত কোম্পানি পেতেই আমাদের অনেক বেগ পেতে হয়েছে। উপযুক্ত কোম্পানি পাওয়ার পরপরই কাজ শুরু হয়েছে। বর্তমানে নির্মাণ কাজ চলছে।’

অবকাঠামো নির্মাণ প্রায় শেষের দিকে রয়েছে জানিয়ে প্রকল্প পরিচালক বলেন, মালামাল প্রায় সব চলে এসেছে। বাকি যন্ত্রাংশের অর্ডারও হয়ে গেছে।  আগামী বছরের মধ্যে ইউনিটটি চালু হওয়ার সম্ভাবনা আছে।’

ইউনিটটির সময় ও ব্যয় বেড়ে যাওয়ার কারণ প্রসঙ্গে প্রকল্প পরিচালক বলেন, ‘আসলে ইউনিটের পরিমাণ বাড়ানো হয়েছে। আগে ছিল ১ হাজার ৫০০ এবং তা বেড়ে করা হয়েছে তিন হাজার ব্যারেল।এই কারণেই ব্যয় বেড়ে গেছে।’ চার বার দরপত্র আহ্বানের কারণেই কাজ শুরু করতেই দেরি হয়েছে বলেও তিনি মনে করেন।

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!