X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

টিসিবি’র সঙ্গে এমওইউ স্বাক্ষর করবে ভারতের এসটিসি: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৮, ১৯:৫৯আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ২০:০০

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘সাপটার আওতায় ভারত থেকে চিনি আমদানির ক্ষেত্রে কিছু জটিলতা আছে। দেশের চিনি শিল্পকে প্রটেকশন দেওয়ার জন্য পণ্যটি বাংলাদেশের নেগেটিভ লিস্টে রয়েছে। সে কারণে প্রায় ৪০ শতাংশ শুল্ক দিয়ে ভারত থেকে চিনি আমদানি করতে হয়। এ জটিলতা দূর করতে ভারত বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্বারক (এমওইউ) স্বাক্ষর করতে একমত হয়েছে। বাংলাদেশের টিসিবি এবং ভারতের এসটিসি’র মধ্যে শুক্রবার (২ নভেম্বর) এমওইউ স্বাক্ষর হবে, এরপর সে জটিলতা আর থাকবে না।’
বৃহস্পতিবার (১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকায় সফররত ভারতের খাদ্য সচিব মি. রাভিকান্তের সঙ্গে মতবিনিময় করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত শ্রী হর্ষবর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ-ভারতে পাট পণ্য রফতানিতে আরোপিত অ্যান্টিডামপিং প্রত্যাহার এবং ভোজ্য তেল রফতানিতে জটিলতা দূর করার আহ্বান জানানো হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে আরও চারটি বর্ডারহাট চালুর করতে একমত হয়েছে।’
তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশের প্রধান রফতানি পণ্য তৈরি পোশাক কাজে ব্যবহৃত তুলা ও চালসহ রফতানি কাজে ব্যবহৃত অন্যান্য পণ্য আমদানি করে থাকে। গত অর্থবছর বাংলাদেশ ৮৭৩ দশমিক ২৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য ভারতে রফতানি করেছে, একই সময়ে আমদানি করেছে ৮ হাজার ৬১৯ দশমিক ৪০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। উভয়দেশ চলমান বাণিজ্য আরও বৃদ্ধি করতে আগ্রহী। এ জন্য বাণিজ্য সুবিধা বৃদ্ধি করতে পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশের প্রতিষ্ঠিত ভোজ্য তেল রফতানিকারক প্রতিষ্ঠানগুলো বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ভারতে চাহিদা অনুযায়ী ভোজ্যতেল রফতানি করছে।’
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শুভাশীষ বসু, ভারতের প্রতিনিধি দলে ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনের পরিচালক এবং বাণিজ্য বিভাগের কৃষিপণ্য রফতানির পরিচালক এসময় উপস্থিত ছিলেন।

/এসআই/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা