X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বেস্ট ট্রেনিং সাপোর্ট ইনস্টিটিউশন অ্যাওয়ার্ড পেলো ঢাকা চেম্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৮, ১৭:৩৬আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১৭:৪৭

বেস্ট ট্রেনিং সাপোর্ট ইন্সটিটিউশন অ্যাওয়ার্ড

ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) ‘বেস্ট ট্রেনিং সাপোর্ট ইন্সটিটিউশন অ্যাওয়ার্ড–২০১৮’ পেয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আওতাধীন ডিসিসিআই বিজনেস ইন্সটিটিউট (ডিবিআই)। ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ ডিপ্লোমা কোর্স সফলভাবে পরিচালনার জন্য ডিবিআইকে এই পুরস্কার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) ঢাকা চেম্বার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত আইটিসির এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি ঢাকা চেম্বারের প্রতিনিধির হাতে এই অ্যাওয়ার্ড হস্তান্তর করে। ওই অনুষ্ঠানে ডিবিআই’র প্রশিক্ষক শংকর কুমার রায়কে ‘বেস্ট ট্রেনার অফ দি ইয়ার অ্যাওয়ার্ড–২০১৮’ পুরস্কার দেওয়া হয়।

বর্তমানে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) সহায়তায় বিশ্বের ৬০টি দেশের ১৯০টি প্রতিষ্ঠান ৬ মাসব্যাপী ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ ডিপ্লোমা কোর্স পরিচালনা করছে। এই ১৯০টি প্রতিষ্ঠানের মধ্যে সফলভাবে ওই ডিপ্লোমা কোর্সটি পরিচালনার জন্য ডিসিসিআই বিজনেস ইন্সটিটিউট’কে (ডিবিআই) এই স্বীকৃতি দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ১৪ বছর ধরে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) সহায়তায় বাংলাদেশে একমাত্র ডিসিসিআই বিজনেস ইন্সটিটিউট (ডিবিআই) ৬ মাসব্যাপী ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ কোর্সটি পরিচালনা করছে। ইতোমধ্যে এ কোর্সের মাধ্যমে এপর্যন্ত প্রায় ১০০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে (আইটিসি) পদক প্রদানের ক্ষেত্রে মূলতঃ প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ধারাবাহিক দক্ষতা ও উন্নয়ন, উদ্ভাবনী কার্যক্রম, প্রশিক্ষণ কোর্সের সংখ্যা এবং করপোরেট খাতে এর প্রভাব প্রভৃতি বিষয়কে বিবেচনা করে থাকে।

জানা গেছে, ডিবিআই’র পক্ষ হতে উদ্যোক্তা, করপোরেট এক্সিকিউটিভ এবং চাকরি প্রত্যাশীদের দক্ষতা উন্নয়নে মার্কেটিং ম্যানেজমেন্ট, মানবসম্পদ ব্যবস্থাপনা, আর্থিক খাত ব্যবস্থাপনা প্রভৃতি বিষয়ের ওপর স্বল্প ও দীর্ঘ মেয়াদি প্রক্ষিশণ কোর্স পরিচালনা করা হয়।

 

/জিএম/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
সর্বাধিক পঠিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি