X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নেট মিটারিংয়ে সফল আরইবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৮, ২২:৪৭আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ২৩:০১

বিদ্যুৎ বিভাগ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎ যোগ করতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) সফলতা পেয়েছে। তবে, অন্য বিতরণ কোম্পানিগুলো ব্যর্থ হয়েছে বলে জানানো হয়েছে। রবিবার (১১ নভেম্বর) বিকালে বিদ্যুৎ ভবনে নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত বৈঠকে এই তথ্য জানানো হয়।

বৈঠকে বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস শহর এলাকার বিদ্যুৎ বিতরণ কোম্পানিকে তাদের ব্যর্থতার কারণ খুঁজে দেখতে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে কোম্পানিগুলোকে আগের লক্ষ্যমাত্রা ২০ জন গ্রাহক থেকে বাড়িয়ে ২৫ জন নির্ধারণ করে দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, মাস দুয়েক আগে ২০ জন গ্রাহককে নেট মিটারিংয়ে বিদ্যুৎ উৎপাদনে উদ্বুদ্ধ করার লক্ষ্য বেঁধে দেয় বিদ্যুৎ বিভাগ। শুধু আরইবি এই লক্ষ্য পূরণ করে জাতীয় গ্রিডে দুই দশমিক ছয় মেগাওয়াট বিদ্যুৎ যোগ করেছে। আর অন্য ৫ বিতরণ কোম্পানিগুলো মিলে মাত্র ৪০০ কিলোওয়াট বিদ্যুৎ যোগ করেছে। অর্থাৎ প্রতিটি বিতরণ কোম্পানি ১০০ কিলোওয়াটের নিচে বিদ্যুৎ যোগ করতে পেরেছে।

বৈঠকে আরইবি এলাকার গ্রাহক নেট মিটারিংয়ের  মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করলেও শহরের অপেক্ষাকৃত সচ্ছল শ্রেণির গ্রাহক কেন আসছে না তা বৈঠকে জানতে চান বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস। তিনি বলেন, ‘গ্রাহক কেন নেট মিটারিংয়ে যুক্ত হচ্ছে না কোম্পানিকে খতিয়ে দেখতে হবে।’ বিতরণ কোম্পানিগুলোকে নেট মিটারিংয়ে যুক্ত করতে না পারায় সংশ্লিষ্টদের ব্যর্থতা রয়েছে বলে বৈঠকে জানানো হয়।

পাওয়ার সেলের পরিচালক (নবায়যোগ্য জ্বালানি) আবদুর রউফ বলেন, ‘নেট মিটারিং সিস্টেমে আরইবি ২০ জন গ্রাহক সৃষ্টি করেছে। এতে তারা দুই দশমিক ছয় মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করেছে। অন্য কোম্পানিগুলো মিলে ৪০০ কিলোওয়াট বিদ্যুৎ নেট মিটারিং থেকে আনতে পেরেছে।’

বৈঠকে জানানো হয়, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) তিনটি; ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি  ডেসকো, ওয়েস্ট পাওয়ার জোন (ওজোপাডিকো) ও নর্দান পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি  (নেসকো) একজন করে গ্রাহককে নেট মিটারিংয়ের আওতায় এনেছে। আর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কোনও গ্রাহকে নেট মিটারিংয়ের আওতায় আনতে পারেনি।

জানতে চাইলে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান জানান, আগে আমাদের ২০ জন গ্রাহকেকে নেট মিটারিংয়ের আওতায় আনার লক্ষ্য দিয়েছিল। এখন লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ২৫ জন।

উল্লেখ্য, নেট মিটারিং পদ্ধতিতে গ্রাহক নিজের আঙ্গিনায় বিদ্যুৎ উৎপাদন করে ব্যবহার অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে। যখন গ্রাহকের নিজের উৎপাদিত বিদ্যুৎ থাকবে না, ওই সময় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এতে গ্রাহকের বিদ্যুৎ বিলে সাশ্রয় হবে। আবার সরকারের তহবিল থেকেও কোনও অর্থ খরচ হবে না। শুধু গ্রাহকের বিদ্যুৎ বিনিময় হবে।

এছাড়া দেশের নবায়নযোগ্য জ্বালানির প্রধান উৎস হতে পারে সৌর বিদ্যুৎ। দেশের প্রত্যন্ত এলাকাতে সোলার হোম সিস্টেম বসিয়ে ২৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। যা বিভিন্ন দেশ উদাহরণ হিসেবে নিয়েছে। কিন্তু, আমাদের দেশে ভূমির অপর্যাপ্ততা রয়েছে, এ কারণে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রতি মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য সাড়ে তিন একর জমি প্রয়োজন হয়।এভাবে ১০০ মেগাওয়াটের জন্য দরকার হয় ৩৫০ একর। সঙ্গত কারণে নেট মিটারিং জনপ্রিয়তা পেলে দেশে সবুজ জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন বাড়বে বলে মনে করা হচ্ছে।

 

/এসএনএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে