X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আবারও পেছালো বিডা ভবন নির্মাণ শেষ করার মেয়াদ

শফিকুল ইসলাম
১২ নভেম্বর ২০১৮, ১৭:২১আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৯:১৮

নির্মাণাধীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) দেশের গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর একটি। বর্তমানে সংস্থাটির কার্যক্রম চলছে একটি ভাড়া করা ভবনে।এ কারণে ২০১১ সালে বিডা’র জন্য একটি স্থায়ী ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করে সরকার, যার স্থান নির্ধারণ করা হয় রাজধানীর আগারগাঁওয়ে। এ লক্ষ্যে নেওয়া হয় একটি প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ নির্ধারণ করা হয় ২০১৪ সালের ৩০ জুন। ভবনটি বর্তমানে ১১তলা পর্যন্ত নির্মিত হলেও কাজ শেষ হয়নি। পরবর্তীতে কয়েক বার তারিখ পরিবর্তন করে সর্বশেষ প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ঠিক করা হয়েছে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর। এছাড়া ব্যয় বাড়িয়ে প্রকল্পে আনা হয়েছে দ্বিতীয় সংশোধনী, যা ৭ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন করা হয়। বিনিয়োগ বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ২০১১ সালে আগারগাঁওয়ে বিনিয়োগ বোর্ডের কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি ভাড়া করা জায়গায় সেমিনার, সভা, সিম্পোজিয়ামসহ বিভিন্ন দাফতরিক অনুষ্ঠান পরিচালনা করে আসছে। এতে সরকারের প্রচুর অর্থ ব্যয় হয়। বিডা’র কোনও নিজস্ব ভবন না থাকায় বর্তমান ও ভবিষ্যত প্রয়োজনে ভবন নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় নিজস্ব ভবন নির্মাণের লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
সূত্র জানায়, “বিনিয়োগ বোর্ড ভবন (বর্তমানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা) নির্মাণ (২য় সংশোধিত)” শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করেছে সরকার। প্রকল্পটি বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৯৮ কোটি ২ লাখ টাকা। সরকারের নিজস্ব তহবিল থেকে এ অর্থ যোগান দেওয়া হবে। আগারগাঁওয়ে নির্মিত হবে তিনটি বেজমেন্টসহ ১২ তলা বিডা ভবন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় বিনিয়োগ বোর্ড এবং গণপূর্ত অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করবে।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রকল্পটি আগামী ২০১৯ সালের ৩১ ডিসেম্বর মেয়াদে বাস্তবায়ন হবে। প্রকল্পের পটভূমিতে বলা হয়েছে,বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্থাসমূহের একটি হলেও কোনও নিজস্ব ভবন না থাকায় এর কার্যক্রম ব্যাহত হচ্ছে। মূলত এজন্যই বিডার জন্য নিজস্ব ভবন নির্মাণের লক্ষ্যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। সূত্র জানায়, বিনিয়োগ বোর্ডের জন্য তিনটি বেজমেন্টসহ একটি ১৪ তলাবিশিষ্ট নিজস্ব ভবন নির্মাণের লক্ষ্যে ২০১১ সালে নেওয়া মূল প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ৯৮ কোটি ৩৫ লাখ টাকা। বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছিল ২০১৪ সালে ৩০ জুন। এমন পরিকল্পনা সম্বলিত প্রকল্পটি ২০১১ সালের ২১ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন করা হয়। পরবর্তীতে ১ম সংশোধিত ডিপিপি’তে (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রফরমা) মোট ১২৩ কোটি ৪ লাখ টাকা প্রাক্কলিত ব্যয় ধরে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে ২০১৫ সালের ৩ মার্চ দ্বিতীয়বার একনেকে অনুমোদিত হয়। পরবর্তীতে ব্যয় না বাড়িয়ে প্রকল্পের বাস্তবায়ন মেয়াদকাল ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র আরও জানায়, বর্তমানে প্রকল্প এলাকায় ভবনের উচ্চতার বিষয়ে সীমাবদ্ধতা থাকায় প্রকল্পের আওতায় নির্মাণকালীন ১৪ তলা বিশিষ্ট ভবনের ১৩ ও ১৪ তলার নির্মাণ কাজ বাদ দেওয়া, বহিঃস্থ বৈদ্যুতিক কাজ ও ভবনের সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের নতুন অঙ্গ অন্তর্ভুক্তির কারণে প্রকল্পটি ২য় বার সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
সূত্র জানায়, প্রকল্পটি বাস্তবায়িত হলে বিনিয়োগ বোর্ড বিডা’র অবকাঠামো উন্নয়ন হবে, বিডা এবং তার আওতাধীন অফিসগুলোর দাফতরিক স্পেসের সংস্থান হবে এবং বিডা’র কর্মকর্তা-কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ কার্য সম্পাদনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে।
প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে, প্রকল্পের আওতায় তিনটি বেজমেন্টসহ বিডা ভবন হবে ১২ তলা। এছাড়া এ সম্পর্কিত আনুসঙ্গিক বিষয়াদি থাকবে ভবনজুড়ে, যার বর্ণনা দেওয়া হয়েছে প্রকল্প প্রস্তাবনায়।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিডা’র নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম জানিয়েছেন, সরকারের এমন একটি গুরুত্বপূর্ণ সংস্থার নিজস্ব ঠিকানা খুবই প্রয়োজন। নিজস্ব ভবন না থাকায় ভাড়া ভবনে কাজ করতে হচ্ছে। সেই প্রয়োজন থেকেই ভবন নির্মাণের লক্ষ্যে প্রকল্পটি নেওয়া হয়েছিল। কিন্তু নানা জটিলতায় ভবন নির্মাণের কাজ এখনও শেষ করা যায়নি। আশা করছি, ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভবন নির্মাণের প্রকল্পটি শেষ হবে। প্রকল্পটি শেষ হলে বাংলাদেশে বিনিয়োগ সংক্রান্ত কাজকর্ম সহজ ও দ্রুত হবে।

/এসআই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!