X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আয়কর মেলার তৃতীয় দিনে ২৪৪ কোটি টাকা রাজস্ব আদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৮, ২০:১৪আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২০:২৮

আয়কর মেলা (ফাইল ছবি)

করদাতা-সেবাগ্রহীতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যদিয়ে আয়কর মেলার তৃতীয় দিন (বৃহস্পতিবার, ১৫ নভেম্বর) শেষ হয়েছে। এদিন রাজস্ব আদায় হয়েছে ২৪৪ কোটি ৮২ লাখ ২৬৯ হাজার ৮৩৩ টাকা। তৃতীয় দিনের মতো রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগ, ৫১ জেলা এবং ১৮ উপজেলাসহ মোট ৭৭টি স্পটে অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (১৩ নভেম্বর) থেকে সপ্তাহব্যাপী আয়কর মেলা-২০১৮ শুরু হয়। ‘উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন’—এ স্লোগান সামনে রেখে এবছর আয়কর মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: ‘আয়কর প্রবৃদ্ধির মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও ধারাবাহিক উন্নয়ন নিশ্চিতকরণ।’

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে বলা হয়েছে, মেলার তৃতীয় দিন সেবাগ্রহণ করেছেন দুই লাখ ৬১ হাজার ৪৫৫ জন, যা গত বছরের চেয়ে ৯৭ হাজার ২০৩ জন বেশি। প্রবৃদ্ধি হয়েছে ৫৯ দশমিক ১৮ শতাংশ।

এবছরের তৃতীয় দিনে রিটার্ন দাখিল করেছেন ৭৪ হাজার ৪৭ জন, যা গত বছরের চেয়ে ৩৪ হাজার ৩৭৫ জন বেশি। রিটার্ন দাখিলে প্রবৃদ্ধি হয়েছে ৮৬ দশমিক ৬৫ শতাংশ। গত বছর মেলার তৃতীয় দিন সেবা গ্রহণ করেছিলেন একলাখ ৬৪ হাজার ২৫২ জন এবং রিটার্ন দাখিল করেছিলেন ৩৯ হাজার ৬৭২ জন।

এনবিআরের তথ্য অনুযায়ী, আয়কর মেলার তিন দিনে রাজস্ব আদায় হয়েছে একহাজার কোটি টাকারও বেশি।

প্রতিদিন মেলা সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আগামীকাল শুক্রবার দুপুর ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আয়কর মেলার কার্যক্রমে বিরতি থাকবে। নামাজ শেষে যথারীতি মেলার কার্যক্রম শুরু হবে।

মেলার পরিধি গতবছরের মেলার চেয়ে কয়েকগুণ বাড়ানো হয়েছে। মেলায় আয়কর রিটার্ন দাখিল, ই-টিআইন গ্রহণ (নতুন ও পুরাতন), ই-পেমেন্ট, ই-ফাইলিং, ই-পেমেন্টের ব্যবস্থা রয়েছে। মেলায় আসা মুক্তিযোদ্ধা, নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য রয়েছে আলাদা বুথ। মেলায় করদাতাদের যাতায়াতের সুবিধার জন্য রাজধানীর টিএসসি, রামপুরা, বেইলি রোড, মতিঝিল, মিরপুর ও উত্তরা থেকে ১৫টি শাটল বাস নিয়োজিত রয়েছে।

 

/জিএম/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন