X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মৎস্য ও প্রাণিসম্পদ খাতের প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি ১৪ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৮, ১৬:৪৪আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৬:৫২





মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ২০১৮-১৯ অর্থবছরে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ৪০টি প্রকল্পে বরাদ্দ আছে ৮১৭ কোটি ৭৮ লাখ টাকা। এর মধ্যে ১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ব্যয় হয়েছে ১২২ কোটি ৬০ লাখ টাকা। এই খাতে প্রকল্পের বাস্তবায়নে জাতীয় অগ্রগতি ১৩ দশমিক ৭৫ শতাংশ।
মঙ্গলবার (২০ নভেম্বর) মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মাসিক এডিপি সভায় এসব তথ্য জানানো হয়। সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ সভাপতিত্ব করেন।
মন্ত্রণালয়ের পিআরও শাহ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিগত ২০১৭-১৮ অর্থবছরে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ৪৪টি প্রকল্পে ৯৭৭ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দ ছিল। অক্টোবর পর্যন্ত ব্যয় হয় ১৩৯ কোটি ৩০ লাখ টাকা।
এ অর্থবছরে প্রাণিসম্পদ উপখাতের নির্ধারিত ২০টি প্রকল্পে বরাদ্দ ৩৭৭ কোটি ৬ লাখ টাকার মধ্যে অক্টোবর মাস পর্যন্ত চার মাসে ব্যয় হয়েছে ৬৪ কোটি সাড়ে ৫৫ লাখ টাকা। এর মধ্যে প্রাণিসম্পদ উপখাতের ২০ প্রকল্পে বরাদ্দ ছিল ৪৯২ কোটি ৮৮ লাখ টাকা এবং এ উপখাতে একই সময়ে ব্যয় হয়েছে প্রায় ৭৪ কোটি ১৬ লাখ টাকা।
২০১৮-১৯ অর্থবছরে প্রাণিসম্পদ উপখাতভুক্ত ২০টি প্রকল্প বাস্তবায়নের দায়িত্বপালন করছে তিনটি সংস্থা। এর মধ্যে প্রাণিসম্পদ অধিদফতর ১৩টি প্রকল্পে বরাদ্দ ৩৩৯ কোটি ৭ লাখ টাকার মধ্যে অক্টোবর পর্যন্ত ব্যয় করেছে ৬০ কোটি ২০ লাখ টাকা। গত অর্থবছরে ১৫টি প্রকল্পে এ ব্যয়ের পরিমাণ ছিল প্রায় ৭০ কোটি ৩৯ লাখ টাকা।
পশুসম্পদ গবেষণা ইনস্টিটিউটের আওতায় ছয়টি প্রকল্পে বরাদ্দ ৩০ কোটি ৭২ লাখ টাকার মধ্যে অক্টোবর পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ৪ কোটি ৩৩ লাখ টাকা। গত অর্থবছরে পাঁচটি প্রকল্পে এ ব্যয় ছিল প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা। বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল একটি প্রকল্পে ৭ কোটি সাড়ে ২৬ লাখ টাকা বরাদ্দ পেলেও অক্টোবর পর্যন্ত ব্যয় করেছে ২ কোটি ৩০ লাখ টাকা।

/এসআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!