X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আরইবি আর ডিপিডিসির সঙ্গে বিদ্যুৎ বিক্রির চুক্তি করলো পিডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৮, ১৮:৫১আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৩

আরইবি আর ডিপিডিসির সঙ্গে বিদ্যুৎ বিক্রির চুক্তি করলো পিডিবি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। এতদিন কোনও ক্রয় চুক্তি ছাড়াই এদের কাছে বিদ্যুৎ সরবরাহ করতো পিডিবি। এখন আইনি কাঠামোর মধ্যে বিদ্যুৎ বিক্রির বিষয়টি অন্তর্ভুক্ত করা হলো। এর ফলে বিদ্যুৎ বিতরণ কোম্পানির সঙ্গে পিডিবির জটিলতা হলে তা দ্রুত নিরসন করা সম্ভব হবে।

রবিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনে চুক্তিটি সই হয়।

দুটি চুক্তিতে পিডিবির পক্ষে সংস্থাটির সচিব ইমরুল হোসেন এবং আরইবির পক্ষে কোম্পানি সচিব মো. আসাফউদৌল্লা ও ডিপিডিসির পক্ষে কোম্পানি সচিব জয়ন্ত কুমার শিকদার সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, ‘আগামীতে বিদ্যুৎ খাতে আরও বিপুল বিনিয়োগ হবে। এজন্য একটি আইনি স্বচ্ছতার প্রয়োজন রয়েছে। এ ধরনের চুক্তি সেই স্বচ্ছতা সৃষ্টিতে সহায়তা করবে।’

তিনি আরও বলেন, ‘এটি বর্তমান সরকারের শেষ সপ্তাহ। এই মেয়াদে সরকার বিদ্যুৎখাতে ব্যাপক উন্নয়ন করেছে। আমরা এখন ৯৪ ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে সক্ষম হয়েছি। সারা দেশে ৫৫ লাখ সোলার হোম সিস্টেম রয়েছে। আমরা সোলারে বিশ্ব চ্যাম্পিয়ান।’

সরকারের অসমাপ্ত কাজ শেষ করতে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। বর্তমান সরকারের পাঁচ বছর সময়ে তিনি অনেক কিছু শিখেছেন উল্লেখ করে বলেন, ‘আমি প্রতিদিনই নতুন নতুন বিষয় জেনেছি, শিখেছি।’  

অনুষ্ঠানে আরইবি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন বলেন, ‘চুক্তিতে রয়েছে, পিডিবি বিদ্যুৎ দিতে চাইলে আমরা যদি নিতে না পারি তাহলে আমাদের জরিমানা দিতে হবে। কিন্তু আমরা যদি বিদ্যুৎ চেয়ে না পাই তাহলে উল্টো জরিমানার ব্যবস্থা রাখা হয়নি।’

তিনি আরও বলেন, ‘উত্তরাঞ্চলে লো ভোল্টেজের সমস্যা রয়েছে। আমরা এই সমস্যার কারণে ঠিকমতো বিদ্যুৎ বিতরণ করতে পারি না। এসব সমস্যা পিডিবিকে দূর করতে হবে।’

অনুষ্ঠানে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, ‘সরবরাহ ব্যবস্থার ত্রুটির কারণে আমরা অনেক ক্ষেত্রেই সমস্যায় পড়ি। এখন চুক্তিতে এসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করছি এসব বিষয় এখন ঠিকভাবে সমাধান করা হবে।’  

অনুষ্ঠানে পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ বলেন, ‘সব কিছুকে একটি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা হচ্ছে। অতীতে এ ধরনের প্রক্রিয়ার মধ্যে আনার ব্যবস্থা ছিল না। কিন্তু এখানে হাজার হাজার কোটি টাকার বিষয় রয়েছে। ফলে স্বচ্ছতা এবং শৃঙ্খলার কোনও বিকল্প নেই।’  

বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউস বলেন, ‘এধরনের চুক্তির বিশেষ প্রয়োজন ছিল।’ দুটি প্রতিষ্ঠানকে এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়কে আইনি কাঠামোর মধ্যে আনার জন্য ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে পিডিবির জেনারেল ম্যানেজার (বাণিজ্যিক) কাউসার আহমেদ জানান, ২০০৪ সাল থেকেই এ ধরনের চুক্তির কথা বলে আসছিলাম। কিন্তু বেসরকারি সব উৎপাদনকারীর সঙ্গে আমাদের ক্রয় বিক্রয় চুক্তি থাকলেও মাত্র তিনটি সরকারি সংস্থার সঙ্গে চুক্তি আছে। এখন চেষ্টা করা হচ্ছে সবার সঙ্গে চুক্তি করতে।

তিনি বলেন, ‘এর মাধ্যমে বিরোধ নিষ্পত্তি যেমন সম্ভব হবে, তেমনি বিদ্যুতের মূল্য এবং ডেলিভারি পয়েন্ট নির্দিষ্ট করা থাকবে।’  

অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের শীর্ষ কর্মকর্তা ছাড়াও পিডিবি, আরইবি এবং ডিপিডিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

/এসএনএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’