X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন চান বিডা চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৯, ২১:০২আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২১:০৩

ব্যবসা পরিচালনার সূচকে উন্নয়ন বিষয়ে সংলাপ দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন না হলে ব্যবসা পরিচালনার সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) ডিসিসিআই অডিটোরিয়ামে ঢাকা চেম্বার ও বিজনেস ইনিশিয়েটিভ ফর লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) আয়োজিত ‘ব্যবসা পরিচালনার সূচকে উন্নয়ন’ বিষয়ে এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আমিনুল ইসলাম বলেন, দুর্নীতির কারণে আমাদের দেশে ব্যবসার ব্যয় বৃদ্ধি পাচ্ছে। তিনি ব্যবসা পরিচালনার সূচকের সঙ্গে সরাসরিভাবে সম্পৃক্ত সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে একটি টাস্কফোর্স প্রণয়নের প্রস্তাব করে বলেন, কাগুজে সংস্কার দিয়ে ব্যবসা পরিচালনার সূচকে উন্নয়ন সম্ভব নয়। এজন্য প্রয়োজন বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণ ও তার যথাযথ বাস্তবায়ন। ঢাকা চেম্বারের সভাপতি ওসামা তাসীর -এর সঞ্চালনায় সংলাপে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. মফিজুল ইসলাম। সংলাপে মো. মফিজুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে ব্যবসা পরিচালনার সূচকে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। ভারতের অভিজ্ঞতা আমাদের দেশের ব্যবসার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ওসামা তাসীর বলেন, সম্প্রতি বাংলাদেশ ব্যবসা পরিচালনার সূচকে উল্লেখ্যযোগ্য অগ্রগতি লাভ করতে পারেনি, উল্টো এক ধাপিয়ে পিছিয়ে ১৭৬তম স্থানে রয়েছে। এ অবস্থায় ‘ওয়ান স্টপ সার্ভিস’ খুব দ্রুত চালু করা জরুরি। পাশাপাশি তিনি সরকার প্রণীত সব নীতির মধ্যে সমন্বয় থাকার ওপর গুরুত্ব দেন। তিনি আর্থিক কাঠামোর সংস্কার, করহার কমানো এবং কর বিষয়ক নীতিমালার সংস্কার, অবকাঠামো খাতের দ্রুত উন্নয়ন, মেগা প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার বিষয়েও আলোকপাত করেন। বিল্ড -এর চেয়ারম্যান মাহবুবুল আলম বলেন, বাংলাদেশে একটি ব্যবসা-বাণিজ্য সহায়ক পরিবেশ তৈরিতে বিল্ড প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিল্ডের পক্ষ থেকে নীতিমালা সংস্কার বিষয়ে ১৯৭টি সুপারিশ উপস্থাপন করা হয়েছে, যার মধ্যে ২০১৮ সালে ৬৩টি সুপারিশ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশ্বব্যাংক গ্রুপের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট শিহাব আনসারী আজহার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধে তিনি বলেন, ব্যবসা পরিচালনার সূচক অনুযায়ী, ২০১৪ সালে ভারতের অবস্থান ছিল ১৪২। প্রয়োজনীয় নীতিমালা সংস্কারের মাধ্যমে ২০১৮ সালে ভারত ৭৭তম স্থানে উঠে এসেছে। এই চার বছরে ভারত সরকার ৭ হাজার৭৫৮টি নীতিমালার সংস্কার করেছে।
সংলাপে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ জানান, ইউরোপীয় ইউনিয়নের ২৮টি দেশসহ নরওয়ে, সুইজারল্যান্ড এবং তুরস্কে বাংলাদেশি পণ্য রফতানিকারক প্রতিষ্ঠানের জন্য ইপিবি’র অধীনে গত ১ জানুয়ারি থেকে ‘স্টেটমেন্ট অব ওরিজিন’ নামে একটি কার্যক্রম চালু করা হয়েছে। এ কর্মসূচির আওতায় বাংলাদেশ রফতানিকারক প্রতিষ্ঠান ইপিবিতে রেজিস্ট্রেশন করলে ৩১টি দেশে সহজেই পণ্য রফতানি করা যাবে।

/জিএম/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা