X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো পর্যালোচনা কমিটির প্রথম সভা আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৯, ২৩:০৪আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ০২:০৪

শ্রমপ্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান (ফাইল ছবি)

পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো পর্যালোচনার জন্য গঠন করা ১২ সদস্যের কমিটির প্রথম সভা আজ বৃহস্পতিবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। শ্রম মন্ত্রণালয়ে বিকাল ৩টায় এতে সভাপতিত্ব করবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান। বুধবার (৯ জানুয়ারি) রাত পৌনে ১০টায় ন্যাম ভবনে এক সংবাদ সম্মেলনে শ্রমপ্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ কথা জানান।

শ্রমপ্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, ‘হয়তো এক মাস লাগবে না। কালকের বৈঠকেই এটির সমাধান হয়ে যেতে পারে। মজুরি কাঠামোতে যে অসামঞ্জস্যের কথা বলা হচ্ছে, সেটা হয়তো যোগ-বিয়োগের ভুল হতে পারে। সেখানে বেসিক ও গ্রস, যেই সমস্যাই থাকুক; সেটাই সমাধার করা হবে। কমিটি যদি সমাধান করতে না পারে, তাহলে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাবো। তিনি আমাদের ফেরাবেন না। শ্রমিকরা ঠকুক, তা কখনও প্রধানমন্ত্রী চান না।’

শ্রমিকদের শান্ত থাকার পরামর্শ দিয়ে মন্নুজান সুফিয়ান বলেন, ‘গার্মেন্টস খাত ক্ষতিগ্রস্ত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরা। কাজেই আপনাদের শান্ত থাকতে হবে। মজুরি কাঠামোতে অংকের কোনও ভুল থাকলে তা ঠিক করা হবে। সরকার চায় না শ্রমিকের বেতন কমে যাক। আর একবার কারও বেতন বাড়লে সেটা কখনও কমে না, সুযোগও নাই।’

শ্রমিকদের উদ্দেশে মন্নুজান সুফিয়ান বলেন, ‘শিল্প ধ্বংস করে রাজপথ অবরোধ করে কোনও সমাধান আসে না। ভাঙচুর করার মধ্য দিয়ে কোনও সমাধান হয় না।’

পুলিশের হামলায় কেউ যদি আহত হয়ে থাকেন, তাহলে সেটা দুঃখজনক মন্তব্য করে  সাভারে ‘পুলিশের গুলিতে’ মারা যাওয়া পোশাক শ্রমিকের বিষয়ে মন্নুজান সুফিয়ান বলেন, ‘ওই শ্রমিক যে পুলিশের গুলিতে মারা গেছে, তার প্রমাণ আছে কিনা, সেটা দেখার জন্য আপনারা একবার লাশের কাছে যান। কীভাবে মারা গেলো এটা আপনাদের খোঁজ নেওয়া উচিৎ। কারণ, উড়ো কথায় অনেক সময় অনেক মানুষ খুন হয়ে যান।’

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে পোশাক শ্রমিকরা তাদের মজুরি কাঠামোর অসামঞ্জস্যের অভিযোগ তুলে রাস্তায় আন্দোলন করছেন। বুধবারও (৯ জানুয়ারি) রাজধানীর মিরপুরের কালশি, সাভার ও আশুলিয়ার রাস্তায় অবস্থান নেন পোশাক শ্রমিকেরা। পুলিশের সঙ্গে কয়েকটি জায়গায় তাদের সংঘর্ষও হয়েছে।

নতুন মজুরি কাঠামো পর্যালোচনার জন্য মঙ্গলবার (৮ জানুয়ারি) শ্রম ভবনে এক বৈঠকে মালিক পক্ষের পাঁচ জন, শ্রমিক পক্ষের পাঁচ জন এবং সরকারের বাণিজ্য সচিব ও শ্রম সচিবকে নিয়ে ১২ সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এই কমিটি আগামী এক মাসের মধ্যে মজুরির অসঙ্গতিগুলো খতিয়ে দেখবে এবং সমস্যার সমাধানে পদক্ষেপ নেবে বলে জানানো হয়।

মঙ্গলবারের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, গত ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া পোশাক শ্রমিকদের বেতন কাঠামোতে কোনও বৈষম্য বা অসঙ্গতি থেকে থাকলে জানুয়ারি মাসের মধ্যেই তা সংশোধন করা হবে বলে জানানো হয়। ফেব্রুয়ারিতে সংশোধিত গ্রেডিংয়েই বেতন পাবেন শ্রমিকরা। সেই হিসেবে এই কমিটি তাদের প্রথম সভা করবে বৃহস্পতিবার।

আরও পড়ুন: 

আন্দোলনকারী শ্রমিকরা কী চান?

 

মন্ত্রণালয় হবে শ্রমিকবান্ধব: শ্রম প্রতিমন্ত্রী
১ মাসের মধ্যে গার্মেন্ট শ্রমিকদের সমস্যা সমাধান: বাণিজ্যমন্ত্রী

 

/জিএম/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি