X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কাজের বিষয়ে তরুণদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন: পরিকল্পনা মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০১:২৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪৪

পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান (ছবি সংগৃহীত) কাজের বিষয়ে তরুণদের মানসিকতার পরিবর্তন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘কাজের বিষয়ে আগে তরুণদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। তরুণদের অনেকে বেকার থাকেন, কিন্তু গ্রামে গিয়ে কাজ করতে চান না। গ্রামের শিক্ষিত জনগোষ্ঠী কৃষিতে থাকছে না, তারা শহরমুখী হচ্ছে। তবে সবার জন্য কাজ পাওয়া যাচ্ছে না। তাই অনেকে বেকার থাকছেন।’

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) আয়োজিত ‌‌‘২০১৯ ফিন্যান্সিয়াল ইনক্লুশন সামিট’-এ প্রদান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মোবাইলফোনের মাধ্যমে অর্থ লেনদেনে সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ’র সহযোগিতায় রাজধানীর লেকশোর হোটেলে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘বাজারের চাহিদা অনুযায়ী কাজ দেওয়া হলেও অনেকের তা পছন্দ হয় না। তাদের চেয়ার টেবিলে বসে কাজ করা পছন্দ। কিন্তু তা করলে তো হবে না। যার যে যোগ্যতা, সেই অনুযায়ী কাজ করতে হবে।’

এম এ মান্নান বলেন, ‘টেকসই উন্নয়নে আমাদের আরও বেশি কাজ করতে হবে, এখন যা করছি তার চেয়েও বেশি। এর মধ্যে মানবউন্নয়ন সবচেয়ে বেশি জরুরি। বিশ্বাস করুন, বিগত দিনগুলোতে দেশে অবিশ্বাস্য পরিবর্তন এসেছে। এজন্য আমাদের মূল লক্ষ্যে ফোকাস রাখতে হবে।’

ইনব্লুশন সামিটের আলোচকরা অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন ইউল্যাবের গবেষণা বিভাগ সেন্টার ফর এন্টারপ্রাইজ ল্যান্ড সোসাইটির পরিচালক সাজিদ অমিত। তিনি বলেন, ‘মানুষের সঞ্চয় দিন দিন বাড়ছে। সঞ্চয়ের মাধ্যমে বিনিয়োগটা কাজে লাগানো যাচ্ছে। এই বিনিয়োগের কারণে প্রবৃদ্ধি ও উন্নয়নের ক্ষেত্রে একটা ভার্চুয়াল সাইট তৈরি হচ্ছে। এটিই মূল উদ্দেশ্য।’

স্বাগত বক্তব্যে আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা প্রফেসর ইমরান রহমান। তিনি দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে এমন আয়্জেন সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এরপর বিকাশের সিইও কামাল কাদির মোবাইল ব্যাংকিং বিষয়ে আলোচনা করেন।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টির সদস্য এবং জেমকন গ্রুপের পরিচালক তাহেরা হক বলেন, ‘আর্থিক খাতের গবেষক উদ্যোক্তা কিংবা অনুশীলনকারীদের জন্য সম্মেলনটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সম্মেলন বিভিন্ন দেশের অতিথিদের অভিজ্ঞতা সম্পর্কে জানার সুেযাগ করে দিয়েছে। আপনারা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শুনেছেন, তিনি বলেছেন- সরকার কিভাবে ফিনান্সিয়াল ইনক্লিউশনকে দেখে। আমার বিশ্বাস যারা তরুণ এবং শিক্ষানবিশ তারা প্যানেল আলোচনা থেকে কীভাবে এই খাতে ব্যক্তিগত পর্যায়ে সফল হওয়া যায় এবং এই খাতকে কিছু দেওয়া যায় সে বিষয়ে ধারণা পেয়েছেন। এটি একটি উদীয়মান সেক্টর এবং বড় একটি খাত। এখানে একটি বড় কর্মসংস্থানের সুযোগ রয়েছে।’

ইউল্যাবের উদ্যোগে ফিন্যানসিয়াল ইনক্লুশন সামিট অনুষ্ঠিত হয় তিনি আরও বলেন, ‘ইউল্যাব ও আমাদের লক্ষ্য বিভিন্ন খাতের গ্যাপগুলোর মধ্যে সেতুবন্ধন তৈরি করা। এই ধরনের সম্মেলন আয়োজন তারই অংশ। আমি সম্মেলনের সাফল্য কামনা করে এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

সমাপনী বক্তব্যে ইউল্যাবের ভাইস চ্যান্সেলর প্রফেসর এইচ এম জহিরুল হক বিশ্ববিদ্যালয়টির গবেষণা বিভাগগুলোর কথা তুলে ধরেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফার্ন সফটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ডেব্বি বাটকিন্স। বক্তব্য রাখেন ইনোভেশন ফর পোভারটি অ্যাকশনের পরিচালক রেবেকা রোজ। সম্মেলনের প্রথম প্যানেল আলোচনায় অংশ নেন ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, মাইক্রোসেভের ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী পরিচালক ভাবনা শ্রীবাস্তব, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী, আন্তর্জাতিক সংস্থা সুইস কন্টাক্টের কান্ট্রি ডিরেকটর অনির্বাণ ভৌমিক এবং ইনোভিশন কনসালটিং লিমিটেডের সিইও ইমরান সদরুদ্দীন, বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল মনির, ইউএনসিডিএফের কান্ট্রি প্রজেক্ট কো অর্ডিনেটর আশরাফুল আলম, বিআইএসির সিইও মোহাম্মদ এ আলী, ডি নেট গ্লোবালের পরিচালক ড. অনন্য রায়হান, গ্রামীণফোনের ফাউন্ডার চেয়ারপারসন খালিদ শামস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাজিদ অমিত।

 

/এসও/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের স্বাক্ষর
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের স্বাক্ষর
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা