X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এসিআই’র ‘লোকসান’ তদন্ত: আগামী সপ্তাহে প্রতিবেদন

গোলাম মওলা
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৯

এসিআই লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই লিমিটেডের ‘লোকসান’ নিয়ে তদন্ত করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গঠিত তদন্ত কমিটি। কমিটির সদস্যরা তদন্তে এসিআই’র কারসাজির প্রমাণও পেয়েছে। কমিটির এক সদস্য নাম প্রকাশ না করে বাংলা ট্রিবিউনকে বলেছেন, এসিআই লিমিটেডের কারসাজির তথ্য প্রমাণ এখন তদন্ত কমিটির হাতে। আগামী সপ্তাহে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হতে পারে বলেও জানান তিনি। তবে কারসাজি নিয়ে বিস্তারিত মন্তব্য করতে অপারগতা জানান তিনি।

এ প্রসঙ্গে তদন্ত কমিটির আরেক সদস্য ডিএসইর পরিচালক ও সাবেক প্রেসিডেন্ট মো. রকিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদন্ত কমিটি প্রথম বৈঠক হয়েছে গত রবিবার (১৭ ফেব্রুয়ারি)। ওই বৈঠকে তদন্তের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, তদন্ত কমিটির প্রধান ডিএসইর সাবেক চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া দেশের বাইরে থাকায় এই সপ্তাহে আমাদের আর বসা সম্ভব হয়নি। আজ (শনিবার) তার দেশে ফেরার কথা রয়েছে। কমিটির প্রধান দেশে ফিরলে এই সপ্তাহে আমরা আবার বসবো। এসিআইয়ের বিষয়ে আমরা কী সিদ্ধান্ত নিতে যাচ্ছি তা আগামী সপ্তাহে জানা যাবে। ’

রকিবুর রহমানের আশাবাদ, ‘নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবো।’

প্রসঙ্গত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই লিমিটেডের সর্বশেষ প্রান্তিকের লোকসানসহ কোম্পানির গত কয়েক বছরের আর্থিক বিবরণীর তথ্য নিয়ে সন্দেহ দেখা দেয়। প্রতিষ্ঠানটির লোকসান নিয়ে পুঁজিবাজারে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে একটি ব্রোকারহাউজ অভিযোগ দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি)। বিএসইসি বিষয়টি খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিলে বিষয়টি খতিয়ে দেখতে ১২ ফেব্রুয়ারি ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ডিএসই। কমিটির প্রধান করা হয় ডিএসইর পরিচালক ও সাবেক চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়াকে। ছয় সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হচ্ছেন- ডিএসইর পরিচালক ও সাবেক প্রেসিডেন্ট মো. রকিবুর রহমান, পরিচালক মিনহাজ মান্নান ইমন, স্বতন্ত্র পরিচালক মনোয়ারা হাকিম আলী, প্রফেসর ড. মো. মাসুদুর রহমান এবং ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আব্দুল মতিন পাটোয়ারি। কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১৫ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।

বিএসইসির কাছে দেওয়া অভিযোগে বলা হয়, এসিআই অত্যন্ত লাভজনক একটি কোম্পানি হলেও মুনাফার বড় অংশই খেয়ে ফেলছে কোম্পানিটির সহযোগী প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেড ( চেইন সুপার শপ ‘স্বপ্ন’)। ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে স্বপ্ন টানা লোকসান দিয়ে চলছে। প্রতিবছর লোকসানের পরিমাণ বাড়ছে। ইতোমধ্যে কোম্পানিটির (স্বপ্ন) পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৮৯১ কোটি টাকা ছাড়িয়েছে, যা কোম্পানিটির পরিশোধিত মূলধনের ২৫ গুণ প্রায়। এত বিশাল লোকসানের পরও স্বপ্নের কার্যক্রম বন্ধ না করে চালিয়ে যাওয়ার বিষয়টি রহস্যজনক। প্রসঙ্গত: এসিআই লজিস্টিকস লিমিটেড (সুপার শপ ‘স্বপ্ন’) পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান না হওয়ায় এর মূল প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের বিষয়ে তদন্ত করছে ডিএসই।

অভিযোগে বলা হয়, ২০০৮ সালে প্রতিষ্ঠার বছরে স্বপ্ন ৮ কোটি ১০ লাখ টাকা লোকসান দেয়। পরের বছর লোকসান বেড়ে হয় ৪৮ কোটি ৭০ লাখ টাকা। আর সর্বশেষ ২০১৭-১৮ অর্থবছরে লোকসান দাঁড়ায় ১৩৫ কোটি ১০ লাখ টাকা।

অভিযোগে আরও বলা হয়, স্বপ্ন এসিআই এর মুনাফার প্রায় পুরোটা খেয়ে ফেলছে। তাই শেয়ারহোল্ডাররা তাদের প্রাপ্য লভ্যাংশ থেকে বঞ্চিত হচ্ছেন, বাজারেও এসিআই এর শেয়ারের যৌক্তিক মূল্য পাওয়া যাচ্ছে না। এতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে।

তদন্ত কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করে বলেন, ‘৩৬ কোটি টাকা মূলধনের কোম্পানিটি ব্যক্তি মালিকানার কোম্পানি নয় যে, মালিকরা যা খুশি তা করবেন। এটি একটি তালিকাভুক্ত কোম্পানি। শেয়ারহোল্ডাররাও এই কোম্পানির একাংশের মালিক। তাদের অর্থ নিয়ে নয়-ছয় করার অধিকার কারও নেই।’

এদিকে কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৮ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’ ১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। এতে কোম্পানিটি ৫ কোটি ৪৪ লাখ টাকা লোকসান দেখায়। আর শেয়ার প্রতি লোকসান দেখানো হয় ৭৮ পয়সা। অথচ আগের বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি ৩০ কোটি ১৩ লাখ টাকা মুনাফা করেছিল। সে বছর ইপিএস দেখানো হয়েছিল ৫ টাকা ৪৪ পয়সা।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!