X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘প্রায় সব ব্যাংকেই টাকার অভাব, পুঁজির অভাব’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৯, ২০:২৬আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২১:১২

পদ্মা ব্যাংকের যাত্রা শুরুর অনুষ্ঠানে মসিউর রহমানসহ অন্যরা প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, দেখতে পাচ্ছি প্রায় সব ব্যাংকেই টাকার অভাব, পুঁজির অভাব। সরকারের টাকা দিয়েই সেই অভাব পূরণ করতে হচ্ছে।

শনিবার (১৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে পদ্মা ব্যাংক লিমিটেডের লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলোচিত ফারমার্স ব্যাংক লিমিটেড নতুন ‘পদ্মা ব্যাংক লিমিটেড’ নামে আত্মপ্রকাশ করলো। ২০১৩ সালে ফারমার্স ব্যাংক যাত্রা শুরু করেছিল। এর চেয়ারম্যান ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

মসিউর রহমান তার বক্তব্যে ফারমার্স ব্যাংকের প্রতিষ্ঠাতা মহীউদ্দীন খান আলমগীরকে ক্ষমা করে দিতে সবার প্রতি আহ্বান জানান।

মসিউর রহমনা বলেন, ‘তিনি (মহীউদ্দীন খান আলমগীর) যদি দোষ করে থাকেন, তিনি দোষের ঊর্ধ্বে। তার ব্যক্তিগত জীবনেও অনেক ট্রাজেডি হয়েছে। তার দুটি ছেলে ছিল; একটি ছেলে মারা গেছে।’

মহীউদ্দীন খান আলমগীরের কথা স্মরণ করে মসিউর রহমান আরও বলেন, ‘পাকিস্তান আমলে সিভিল সার্ভিসের শিক্ষা যখন গ্রহণ করি, তখন বক্তৃতা দেওয়ার জন্য পাকিস্তানের অর্থমন্ত্রী, পরিকল্পামন্ত্রী এবং পরিকল্পনা কমিশনের প্রধানসহ বড় বড় কর্মকর্তারা আসতেন। তখন দেখেছি, মহীউদ্দীন খান আলমগীর তাদের নাজেহাল করে দিতেন। কীভাবে পূর্ব পাকিস্তানের সম্পদ পাকিস্তানে স্থানান্তর করা হয়, তা তিনি তুলে ধরতেন। তখন পাকিস্তানের অর্থমন্ত্রী, পরিকল্পামন্ত্রী এবং পরিকল্পনা কমিশনের প্রধানদের কাছে কোনও উত্তর থাকতো না।’

মসিউর রহমান বলেন, ‘বিশ্ব ব্যাংক বাংলাদেশকে একটি দুর্নীতিপরায়ণ দেশ হিসেবে চিহ্নিত করার চক্রান্ত করেছিল। কিন্তু সেই মঞ্চেই আমরা সারা পৃথিবীর সামনে দুর্নীতিমুক্ত বলে প্রমাণ করেছি। পদ্মা সেতু প্রকল্প নিয়েই এই ঘটনা ঘটেছিল। এখন সেই পদ্মার নামে ব্যাংক করছেন। তাই পদ্মার সেই কথা স্মরণ করে পদ্মা ব্যাংককেও গ্রাহকদের কাছে দুর্নীতিমুক্ত বলে প্রমাণ করতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম আজাদ, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামস উল ইসলাম, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক, পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত এবং ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু।
আরও পড়ুন...
ফেব্রুয়ারিতে পদ্মা ব্যাংক নামে আসছে ফারমার্স 

ফারমার্স ব্যাংকের নাম পরিবর্তন

/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া