X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভালো ঋণগ্রহীতাদের সুদের হার কমিয়ে দেওয়া হবে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৯, ২০:০৫আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২১:৫৬

ভালো ঋণগ্রহীতাদের সুদের হার কমিয়ে দেওয়া হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘ভালো ঋণগ্রহীতাদের সুদের হার কমিয়ে দেওয়া হবে। তাদের ডাউন পেমেন্ট হবে দুই শতাংশ। ঋণ পরিশোধের জন্য তাদের ১২ বছর সময় দেবো। এই সময়ের মধ্যে ছোট বা বড় সব ঋণগ্রহীতা দুই শতাংশ ঋণ পরিশোধ করবেন। বাকি ঋণের ওপর তারা সাত শতাংশ হারে সরল সুদ দেবেন। তবে তা কোনোভাবেই চক্রবৃদ্ধি হারে নয়।’

সোমবার (২৫ মার্চ) বিকালে সরকারের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান অর্থমন্ত্রী।

প্রকৃত ঋণখেলাপিদের সুবিধা দেওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘সব সময়েই কিছু ঋণগ্রহীতা বা ঋণখেলাপি থাকেন, যারা ব্যাংক থেকে ফেরত না দেওয়ার জন্যই ঋণ নেন। আবার কিছু ঋণখেলাপি থাকেন, যারা ব্যবসা করতে গিয়ে লোকসানের কারণে ঋণখেলাপি হন। যারা ফেরত না দেওয়ার জন্য ঋণ নেন তারা বাদে বাকিদের ঋণমুক্তির সুযোগ দেবে অর্থ মন্ত্রণালয়।’

সুদের হার কমানো প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যাংকের সুদের হার সিঙ্গেল ডিজিটের হবে। এ বিষয়ে আমরা কাজ শুরু করেছি। সর্বোচ্চ এক মাসের মধ্যেই এ কাজ শেষ হবে। তবে এটি কার্যকর হবে ১ মে থেকে।’

নতুন ঋণগ্রহীতাদের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এখন থেকে যারা ঋণের জন্য আসবেন, তাদের জন্যও আমরা সুদের হার কমিয়ে দেবো। একটা মার্কেট বেসড সুদ হবে। সেটার ভিত্তিতে কেউই লোকসান করবেন না। যারা আগে ১০, ১২ বা দুই ডিজিট সুদে ঋণ নিয়েছেন, তাদের সেটা দিতে হবে না। সাত শতাংশ হারে সুদ দিলেই হবে।’
তিনি বলেন, ‘এর মাঝেও যদি কেউ বিপদে পড়ে যায়, তাদের জন্যও বের হওয়ার ব্যবস্থা আছে। আমরা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করবো। আমাদের ইনসলভেন্সি আইন তৈরি হচ্ছে। এই আইনের আওতায় নন-পারফর্মিং ঋণগুলো, সব ওই কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া হবে। তারা এগুলো পাবলিক টেন্ডার দিয়ে বিক্রি করে যা পাবে তা সরকারকে দিয়ে দেবে।’

/এসআই/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা