X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বহুতল ভবনগুলো বিমার আওতায় আনার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৯, ২৩:১৫আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২৩:২৩

এফ আর টাওয়ার ঢাকা শহরসহ দেশের বিভিন্ন এলাকায় নির্মিত এবং নির্মীয়মান বড় বড় ভবনগুলোকে বাধ্যতামূলকভাবে বিমার আওতায় আনার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। বুধবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

শেখ কবির হোসেন দাবি করেন, ‘ভবনের বাধ্যতামূলক বিমা করার সিদ্ধান্ত হলে সিটি করপোরেশন ট্রেড লাইসেন্স এবং হোল্ডিং ট্যাক্স নবায়নের সময় বিষয়টি মনিটর করতে পারে। ঢাকা শহরসহ দেশের বিভিন্ন এলাকায় নির্মিত এবং নির্মীয়মান বড় বড় ভবনগুলো বাধ্যতামূলকভাবে ইন্স্যুরেন্সের আওতায় আনার জন্য সরকারের বিভিন্ন মহলের নিকট আবেদন জানিয়ে আসা হচ্ছে। প্রতিটি ভবন বীমার আওতায় থাকলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ভবনের প্রয়োজনীয় তথ্যাদি ঠিক আছে কিনা, তা যাচাই করার সুযোগ পেত। রাজউকের অনুমোদন থেকে অগ্নি নির্বাপণের প্রয়োজনীয় সরঞ্জাম আছে কিনা কিংবা বিপদকালীন সময়ে জরুরি নির্গমনের ব্যবস্থাদি রয়েছে কিনা, তা ঠিকভাবে অনুসন্ধান করে বিমার আওতায় আনা যেত এবং ব্যবহারকারীরাও সচেতন হতো। এতে করে ভবন ব্যবহারকারীরা যেমন উপকৃত হতেন, তেমনি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় ক্ষয়-ক্ষতির পরিমাণ বহুলাংশে কমে যেত এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পেত।’

বহুতল (হাইরাইজ) ভবনগুলো ইন্স্যুরেন্সের আওতায় থাকলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ভবন মালিকদের ক্ষতির পরিমাণ পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারত। এতে করে সরকারের রাজস্ব তথা দেশের অর্থনীতি ও জানমালের ক্ষতি অনেকাংশে কমে যেত। আর ক্ষতিগ্রস্ত মানুষের দুঃসময়ে বিমা কোম্পানিগুলো ক্ষতিপূরণের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেত বলে দাবি শেখ কবির হোসেনের। তাই দেশের প্রতিটি ভবন বিশেষ করে বহুতল (হাইরাইজ) ভবনগুলো বাধ্যতামূলকভাবে বিমার আওতায় আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পুনরায় বিআইএয়ের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন দৃষ্টি আকর্ষণ করেন।

 

/জিএম/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী