X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার চ্যালেঞ্জকে ভয় করেনি বাংলাদেশ: ডব্লিউটিও মহাপরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৯, ২৩:৪৬আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২৩:৫০

 

জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ড. রবার্তো আজাভেদো’র সঙ্গে বৈঠকের আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

জেনেভা সফররত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মঙ্গলবার (০২ এপ্রিল) ‘বিশ্ব বাণিজ্য সংস্থা’র মহাপরিচালক ড. রবার্তো আজাভেদো‘র সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আয়োজনে  বাংলাদেশের ‘৫ম বাণিজ্যনীতি পর্যালোচনা’ অনুষ্ঠানে যোগ দিতে সুইজারল্যান্ডে গিয়েছেন তিনি। 

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপসমূহ সম্পর্কে আলোকপাত করেন বাণিজ্যমন্ত্রী। বিশেষ করে দেশব্যাপী বাস্তবায়নরত ১০০ ইকোনমিক জোন স্থাপন,  বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ইকোনমিক জোনগুলোর জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু, কর আদায় ব্যবস্থাপনা এবং ব্যাংকিং সেক্টরের আধুনিকায়ন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার বিষয়গুলো তুলে ধরেন তিনি। এ সময় স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের বিষয়টি সহজ করতে বিশ্ব বাণিজ্য সংস্থার বিদ্যমান বিভিন্ন সুবিধা এবং কারিগরি সহায়তা দিতে সংস্থাটির মহাপরিচালককে অনুরোধ জানান টিপু মুনশি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকসী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন এবং বাণিজ্য সম্প্রসারণে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে, মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নীত হওয়ার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরকার কর্তৃক ইতোমধ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে সদস্য দেশগুলোকে অবহিত করার জন্য চলমান বাণিজ্য নীতি পর্যালোচনা বাংলাদেশের জন্য কার্যকর সুযোগ এনে দিয়েছে।

তিনি মনে করেন, স্বল্পোন্নত দেশ হতে উত্তরণকামী দেশগুলোর মধ্যে বাংলাদেশই একমাত্র দেশ যারা গ্রাজুয়েশন চ্যালেঞ্জকে ভয় করেনি, বরং এটিকে ভবিষ্যৎ সাফল্য হিসেবে বিবেচনা করে এজন্য যথাযথ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।  বিশ্ব বাণিজ্য সংস্থায় বিভিন্ন সময়ে স্বল্পোন্নত দেশসমূহের কো-অর্ডিনেটর হিসেবে নেতৃত্ব দেওয়াসহ বহুপাক্ষিক বাণিজ্যিক আলোচনায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথাও তিনি উল্লেখ করেন এবং বিশ্ব বাণিজ্য সংস্থা বাংলাদেশের সম্ভাব্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

একই দিন বিকালে বাণিজ্যমন্ত্রী জেনেভাস্থ ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) নির্বাহী পরিচালক মিস. আরাঞ্চা গনজালেস এর সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে বর্তমান সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। এছাড়া, শি-ট্রেড এর মাধ্যমে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন ও উদ্যোক্তা-সক্ষমতা বিকাশে আইটিসি‘র সহযোগিতা কামনা করেন এবং চলতি বছরের শেষদিকে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। 

উভয় বৈঠকে অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মফিজুল ইসলাম, জেনেভাস্থ জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি শামীম আহসান, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মুনির চৌধুরী এবং স্থায়ী মিশনের ইকনোমিক মিনিস্টার জনাব সুপ্রিয় কুন্ডু উপস্থিত ছিলেন।

 

 

/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ